Friday, 8 June 2018

নীল নীলাঞ্জনা ভালবাসার নীল আকাশে

নীল নীলাঞ্জনা ভালোবাসার নীল আকাশে

শ্যামল সোম

এতদিন পরে নীলা জানতে চেয়েছো,
তুমি সত্যি কি ভালোবাসা পাগলামি,
ভালোবাসা প্রেম ছিল কি ফাজলামি?
এত বছরের ইচ্ছে পুষিয়ে নিয়েছো
বসবাসের বাসা বেঁধে ছিলে সাথে,
সে কি শুধুই দীর্ঘশ্বাস আকাশকুসুম
কল্প কাহিনী বর্ণনা বিরহ বিচ্ছেদের
ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল  ঐ
ছায়াছবি আমাদের যৌথ দাম্পত্য
জীবনের শেষ প্রান্তে এসে এ ভাবে
শেষে কি আশ্রয় পায় পাবনার মানসিক
হাসপাতালে ভর্তি হতে হবে হারিয়ে কি
ফেলেছি আমাদের প্রিয় প্রাণের মানুষকে
মনের মানুষ সত্যি কি হয় ভালবাসায়
পরস্পরের হৃদয়ে কাছাকাছি এসে মুগ্ধ
বিবাহ বন্ধনে সে বাঁধন খুলে দেয় কি
আবার ফিরে পায় পরকীয়া প্রেমে তবু কি
কাঁটাতারের বেড়া দুজনের মনে গহীনে
সে প্রেমের পাগলামি  কি অভিমানের গুঞ্জন?
মনেমনে কেন আরো কাছে যেতে চায় মন এখন 
নীল নীলাঞ্জনা,  হাঁ গো তুমি কি  করবে বারণ ?
সত্যি তোমার সাথেই থাকবো চাই যে আজীবন।

No comments:

Post a Comment