বোনের হৃদয়ে রক্তক্ষরণে
শ্যামল সোম
বেদনায় ছল ছল চোখে চেয়ে রয়,
যখন ভুল করে তুলতে গিয়ে ফুল
যদি কাঁটা বেঁধে হৃদয়ে রক্তক্ষরণ
ভালোবাসার প্রলেপে মুছিয়া দিতে
এগিয়ে এসেছি তোমার কাব্য পাঠে,
সোনি সত্যি বলতে কি আমি আপ্লুত
হয়ে আছি তোমার বোন কবিতার
জগতে সাথে শীর্ষে অবস্থান করুক
বাসনা আমার ভীষণ প্রিয় কবি বোন।
ভালোবাসা রয়ে যায় মনে মনে অনুক্ষণ
নিরন্তর অনুরোরন ধ্বনিত গুঞ্জন শুনি
কাব্যে শব্দ চয়নের অক্ষরে অক্ষরে।
দিনে দিন পড়ে মুগ্ধ হয়েছি কাব্য লিখনে
তোমার স্বপ্নিল কাব্যিক ঐ ছন্দে ছন্দে
আমার হৃদয়ের আকাশে আঁকা রয়েছে
বোন তুমিই রঙধনু ভালোবাসা রয়ে
যায় মনে মনে অনুরোরন দূর হতে দূরে
প্রতিধ্বনিত হচ্ছে কথাশিল্পীর কাব্যে
ধ্বনিত তুঙ্গে গুণমুগ্ধ আমি আপ্লুত ।
মুগ্ধ পাঠক বৃদ্ধ দাদাভাই দূরান্ত থেকে
কাঁটাতারের বেড়ার এপারে আকাশ পথে।
No comments:
Post a Comment