Wednesday, 20 June 2018

অনু কবিতা তৃষিত হৃদয়ে বাসনা

অনু কবিতা  21 -6--18

তৃষিত হৃদয়ে বাসনা

শ্যামল সোম

আজ তোমার তৃষিত প্রেমে হয়েছি আমি আত্মহারা,
তোমাকে ভালোবেসে ছুটে  কাছে এসে বৃষ্টি ঝরা
ছুটছি আমি আজও দিগবিদেগ হয়েছি পাগলপারা,
তুমুল ঝড়ের রাতে আমার অভিসার জড়িয়ে ধরা।
আজ অতৃপ্ত  আকাঙ্খায় বিদগ্ধ বাসনার খোঁজে
স্মৃতির শিল্প গৃহে মলিন ধুলোর আস্তরণের মাঝে
সোকেসে সারে  সাজানো শৈল্পিক স্বপ্ন থরে থরে
বিদগ্ধ  হৃদয়ের স্পন্দনে বেদনায় ছল ছল চোখে
মেলে চোখ চেয়ে দেখে অতীতের প্রেমের প্রলয়
প্লাবনে, তোমাকে ভালোবেসে প্রেম  তুষিত বর্ষায়।

No comments:

Post a Comment