Friday, 8 June 2018

মধুরিমা তুই আমার প্রথম প্রেম

মধুরিমা তুই আমার প্রথম প্রেম

শ্যামল সোম

মধুরিমা তোর ভালোবাসায় ভরে আছে মন
তোকে ভালোবাসি তাই ধন্য আজ এ জীবন,
কাছাকাছি এসে ফিরিয়ে দিয়েছে সে শ্রাবণ;
দুজনে দুদিকে ভেসে গেছি এ বন্যায় প্লাবন।
গোপন ভালোবাসা স্বপ্নে মমনে অনুরোরন
তোকে ভোলা যায় না তাই এখন ভালোবাসি
ভালোবাসা রয়ে যায় মনে আজ তুই প্রবাসী।

পুনশ্চঃ কবি মন্তব্যে আমি মুগ্ধ হলাম কবিকে কুর্নিশ জানাই

ভালোলাগায় হয় ভালোবাসা
চির দিনের আপন হয়ে থাকা,
একলা জীবন হয় মরুভূমি সম
নিজের মনে স্বপ্ন গুলো আঁকা।

No comments:

Post a Comment