Saturday, 16 June 2018

তিলোত্তমা তুমি অনন্যা

তিলোত্তমা তুমি অনন্যা

শ্যামল সোম

স্রষ্টা সৃষ্টি এই ধরিত্রী
তুমি বিমূর্ত শব্দ মৈত্রী।
ফুলে ফলে এ ঐশ্বর্য
প্রাকৃতিক এ সৌন্দর্য
সূর্যোদ্বোয়েরআলোয়
উদ্ভাসিত আকাশে রয়
তুমি অরুন্ধতী  না গো
ভোরের ঐ শুকতারা
প্রিয়া হৃদয়ে ধ্রুব তারা।
তুমি আমার প্রাণ বৃক্ষ,
মমনে অনুভূত এ সূক্ষ
স্রষ্টার সৃষ্টি তুমিই নদী
সে নদী সমুদ্র সৈকতে
অপেক্ষায় রয়েছে সাথে
বুকভরা যত সে অভিমান
নীরবে অশ্রু এ  বিসর্জন
প্রেমের প্রলয় ঐ প্লাবন
কার কথা ভাবো একাকী
তিলোত্তমা প্রেমে সে কি
ফিরছে এই ধূ ধূ  বালুচরে
প্রতীক্ষায় রয়েছো বাহারে।

No comments:

Post a Comment