Wednesday, 17 July 2019

আত্ম কথধ

আত্মকথন

শ্যামল সোম

বিনিদ্র রাতে তারাদের সাথে জাগে মন,
শৈশব যৈবনের স্মৃতি রোমন্থনে সারাক্ষণ,
নিরন্তর ছুটে চলা এ আমার জীবন যাপন,
জীবনের শেষ লগ্নে কেন জন্মভূমি ঐ টান,
চিতায় উঠলেই কি দেহ পুড়লেই হবে অবসান।
একাকিত্ব আছি যৌবনে জুঁইয়ের প্রেমের ফাঁদে
পড়ে এ এক দুঃস্বপ্নের বিষন্ন আত্মজীবন কাঁদ
কত কথা হল বলা সারাবেলা ভালবাসার গুঞ্জন?
ভলোবাসার বিরহে প্রেমের দহনে পুড়ছে এই মন
সুখী দাম্পত্য এ সুখের অভিনয়ে বছরে সারাক্ষণ।
মুহূর্তের জন্য বৃষ্টি এসো জুড়ায় মন অন্তত কিছুক্ষণ,
বৃষ্টিজলে ধুয়ে যাবে সব আত্মগ্লানি অপমান অভিমান।

No comments:

Post a Comment