Tuesday, 30 July 2019

কমরেড আর একবার ঘুরে দাঁড়াও (একক নাট্যাভিনয় )

কমরেড আর একবার ঘুরে দাঁড়াও     ( একক নাট্যাভিনয় )

শ্যামল সোম

জেলের এক নির্জন ঘরে লোহার ঘাটে পাতলা বিছানায়
শুয়ে রয়েছেন কমরেড সূর্য রায় যাবতজীবন কারাদণ্ডে রাজনৈতিক
একটি হত্যা কান্ডের যা কোর দিন প্রমাণিত হয় নাই, রাষ্ট্র বিরোধী
সন্ত্রাসী তিনি বিস্মৃত এক হামলায় পুলিশের সাথে এনকাউন্টরে
পায়েগুলি লেগে আহত হন, তখন পুলিশ সেই অঞ্জাত কোন শহরে
আত্মগোপন অবস্থায় গ্রেফতার করে, কমরেড সূর্য রায়কে আইনের বিভিন্ন ধারায়
মামলা সাজিয়ে আসামী করে একটি মামলা দায়ের করেন পরবর্তী পর্যায়ে
হাই কোর্টের বিচারে রাজনৈতিক বন্দি হয়ে যবতজীবন জেলে আছেন।
আন্তজার্তিক   একটি মানব অধিকার সংস্থা সুপ্রিম কোর্টে কমরেড জন্য
আজ চল্লিশ বছর ধরে মামলা করছেন। খবরের কাগজে টিভি চ্যানেলে
বহু আলোচিত এই মামলা নিয়ে তর্ক বিতর্ক সাক্ষাত্কার প্রচারিত সংবাদ হয়।

পরম নিশ্চিন্তে শিশু মতন মতন গায়ে কম্বল মুড়ি দিয়ে, শুয়ে  রয়েছেন কমরেড।
জেলের এ ঘরের উঁচু ফোকর ঘুলঘুল বা উচু জানালা থেকে সূর্যোদয়ের আলো এসে পড়ছে।
আলো এসে পড়ছে ঘরে বিছানায় শুয়ে থাকা কমরেড সূর্য রায়ের মুখে।
ঘরে আছে  বিশুদ্ধ পানিয় জল ও  গ্লাস  ছোট টুলের উপরে রাখা, ঘর সংলগ্ন বাথরুম
ছোট টেবিল চেয়ার, পাশে ছোট আলমারি,  দেওয়ালে টাঙানো  জামা কাপর ওপাশে কিছু
বইপত্র।

সূর্য রায় এক সময় প্রেসিডেন্সী কলেজের অর্থনীতির মেধাবী
ছাত্র দেশে সরকারী উচচ পদস্থ কর্মকর্তা প্রনব রায়ে ও বেথুন কলেজের
ইংলিশের হেড মাধবী রায়ের এক মাত্র পুতর সূর্য রায়কে আইনের সহয়াতায়
ওনার মামাতো ভাই তাদের ছেলে মেয়েদের আদরের দাদুভাই অজস্র টাকা
খচর করায়, কমরেড সূর্য রায় প্রথম শ্রেণীর রাজনৈতিক আসামীর সুযোগ সুবিধা পান।

বিশেষ অনুমতিতে সূর্য রায়ে রম্য রচনা খুব জনপ্রিয় বিভিনন ইংরেজি বাংলা
দেস বিদেশে ভারতীয় ইতিহাস সামাজিক অর্থনৈতিক মুঘল যুগে আগের থেকে
ধারা বাহিক হবে লিখে চলছেন কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ অনুমোদনে জাতীয়
গ্রন্থগার থেকে ওঁনার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে অনেক বই পত্র পত্রিকা আসে।

এখন কমরেড সূর্য রায়  আবৃত্তি করছেন জীবনানন্দ দাশের,
"এক অদ্ভুত আঁধার এক এসেছে  -" শম্ভু মিত্র এর আবৃত্তি নেপথ্যে ভেসে আসে।

স্বগত সংলাপ মনোলগ কখন নেপথ্যে  আবহাওয়া সুর গান
নানা শব্দ  গুলি আওয়াজ  বোমের শব্দ, মানুষের আর্তনাদ চিৎকার করে কেঁদে ওঠে

1941 সালের দ্বিতীয় বিশ্ব যুদ্ধ  আওয়াজে সাথে ছোট  জোনে ইতিহাসের পুনঃ নিরমান নাট্য মুহূর্ত ঘটছে

1943 সালে বাংলায় দুর্ভিক্ষ মনান্তর  আবার নাটকিয় ঘটনার অভিনয় মঞ্চে অন্য দিকে ঘটছে।

কমরেড সূর্য রায়ের সূত্রধর অপূর্ব সংলাপে ও বিভিন ঐতিহাসিক পটভূমি পরিবর্তন এর সমবেত অভিনয়
চলতে থাকবে, কখন  কোলকাতা GREAT CALCUTTA KILLING, পূর্ব বাংলার গরামে শহরে খুন বাড়ি পুড়ছে, শরণার্থী উদ্বাস্তু গৃহহারা দলবেঁধে মাটির শিকড়ের টান ছিঁড়ে পরাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন নিহত হয়েছেন বহু ঘটনা পরম্পরা অভিনয় চলছে একের এক ঘটনা পরবাহ চলচ্চিত্র মতন নানার দৃশ্য
গভীর রাতে দিল্লিতে সবাধীনতার ঐতিহাসিক ভাষন নেপথ্যে শোনা যাচ্ছে।

দেশ ভাগ, কখন গভীর রাতে পালাচ্ছেন স্থানীয় গরামে প্রতিবেশিদের সহায়তায় নৌকো করে।

বাংলার তিস্তা তোষা কংসাবতী ময়ূরাক্ষী পাঞজারে পঞ্চ নদী বহে যাওয়া কুলকুল ধ্বনি
তীব্র গরজন নদীর পাড় ভাঙার আওয়াজ দিকে দিকে ডলভি সাউন্ড এ নাট্য মঞ্চে থেকে
নদী ভাঙার বিস্কোরণ প্রচন্ড জোরে শব্দ মুখরিত নাট্য সভা গৃহে sound প্রতিধ্বনিত হচ্ছে।

No comments:

Post a Comment