প্রেমের অভিলাষে অভিসারে বাসর শয্যায়
শ্যামল সোম
নারীদের ভালোবাসার কাঙালিনী হৃদয়ে
আজীবন অশ্রু বিসর্জন প্রতারিতার ক্ষয়।
প্রতিক্ষণ বিদূৎ চমকে চমকে উঠছে মনময়,
তুমি কি জানো পুরুষ ভালোবাসার আলোয়
উদ্ভাসিত হয়েছে সূর্যোদ্বোয়ের সেই মূর্চ্ছনায়?
নারীদের ভালোবাসা গাছেদের পাতায় পাতায়,
নিরন্তর ভালোবসে ঋদ্ধ হওয়ার আকাঙ্ক্ষায়
আজও নারীর প্রেম ভালোবাসায় ভরিয়ে প্রাণ
মন দেহ সম্পূর্ণ সমর্পণের হয় নারী অগ্রগামী।
নারীর হৃদয়ের প্রেম ভালোবাসার ঘ্রাণ ছড়িয়ে
আকাশে বাতাসে ঘূর্ণী ঝড়ে প্রেমের এ প্রকাশে,
মেঘের গর্জন বিদূৎপর্ণার কটাক্ষে ঝলসে যায়,
প্রেমের সুষুপ্তি পিপাসিত হিয়া সুখের মোহনায়।
প্রেমের এঘণ আলিঙ্গনে কাঁপছে পুলকিত দেহ,
দেহজপ্রেম আকাশেলীনা মেঘবালিকারা ঝাঁপায়
আকাশের বুকে বৃষ্টি হয়ে ভালোবাসার প্রতীক্ষায়।
কোথা হতে ভেসে আসে নূপুরের ধ্বনি নির্জন রাতে
প্রেমের অভিলাষে জ্যোৎস্না লাবণ্যময়ী লাবণ্য হাতে
বকুল ফুলের মালা নিয়ে অভিসারে বাসর শয্যায় মন
উন্মুখ হয়ে রয়েছে কন্যা মিলনের আকাঙ্খা বাসনায়।
No comments:
Post a Comment