হাসতে হাসতে নাটক দেখুন
শ্যামল সোম
আজ সাম্প্রতিক বায়ুদূষণ মারাত্মক শ্বাস প্রঃশবাস নিতেই কষ্ট হয়, গাছ কেটে বসতি গড়ে উঠছে
কংক্রিটে জঙ্গল পেরেকের আঘাতে বিজ্ঞাপন গাঁথা গাছ আজ কি বিষবৃক্ষ মতন অবস্থান আমাদের
খুব সাধারন মানুষ অসহায় অবস্থায় পড়ে হাসপাতালে ভর্তি হয়ে নিজের অজান্তে তাঁর কিডনি হারান,
না এ নাটকে অসহায় মানুষটি কিডনি মানে বিক্ক নিয়ে নানা মজার ঘটনা হায রস কখন মধুর রসে উত্তরণ
ঘটে এই খানেই পরিচালকের সার্থকতা।
সমকালীন সংস্কৃতি নাট্য সংগঠনে আজ ছাব্বিশ জুলাই 2019 প্রথম অভিনয় হলো দক্ষিণ কোলকাতায়
খুব সুপরিচিত দীর্ঘ বছরের ঐতিহ্যবাহী তপন থিয়েটার পূর্ণ প্রেক্ষা গৃহে দর্শকের নাকের তীক্ষ্ম শ্লেষার্থক
সুলিখিত হাস্য রস মিশ্রিত সংলাপ নাট্য মুহূর্তে গানে সুরে সুরে কমলদার চরিত্রে কমল যাটার্জি ও
বাড়িওয়ালি ভুমিকে দাপটের অভিনয়ে নৈপুণ্যে মনোমুগ্ধকর নাটকীয় মোড় নিলো নাটকে শেষ মুহূর্তে
হঠাৎ সারাক্ষণই নাটক দেখতে দেখতে হাসতে হাসতেই কেঁদে ফেললাম আনন্দ অশ্রু মুছে সকল
দর্শকদের সাথে আমি উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিনন্দন জানালাম আমার বিশেষ স্নেহের পাত্র
নাট্য ব্যক্তিত্ব অভিনেতা পরিচালক আমার ভীষণ প্রিয় সুদীপ্ত সরকার যিনি বিখ্যাত স্নামধন্য কথাশিল্পী
গল্পকারর রমানাথ রায় মহাশয়ের ছোট গল্পের অসামান্য অনবদ্য নাট্য রূপ দিয়েছেন পরিচালক সুদীপ্ত
সরকার তাঁর গল্প নিয়ে নাটযভাষা বেশ ভালো ভাবেই সবদিক সামঞ্জস্য রেখে পরিমিতি বোধ হাস্য
রসের জোগান দিয়েছেন সাফল্যের সঙ্গে সমস্ত নাট্য বিভাগের আলো মঞ্চ আবহাওয়া সঙ্গীত ও সব
শিল্পীদের দলগত অসামান্য অভিনয় প্রশিক্ষণে দীর্ঘ দিনের অনুশীলনের মাধ্যমে প্রথম এই বিষবৃক্ষ
নূতন নাটকের সৃষ্টিকর্তা সুদীপ্ত সরকার যিনি বিখ্যাত স্নামধন্য যথার্থ পরিচলক হিসেবে দায়িত্ব পালন
করেছেন।
প্রতিটি শিল্পী হিসেবে স্বীকৃতি পেয়েছেন নিজস্ব নাটকের চরিত্র গুলি পরিচালকের সাথে
একাত্ম হয়ে যাওয়া নাটকের প্রতি নিয়ত জীবনযাপনের বাতাবরণে এমন একটি উপস্থাপনে মুগ্ধ হলাম।
স্বয়ং বিখ্যাত স্নামধন্য গল্পকার রমানাথ রায় নাটকটি বসে দেখেন এবং ভূয়সী প্রশংসা করেন তিনি
আশীর্বাদ ও উত্তর উততর সুদীপ্ত সরকার ও দলের শ্রীবৃদ্ধি ঘটবে আশা প্রকাশ করেন, দর্শকদের
ভালোলাগা করতালি দিয়ে অভিনন্দন শতসহস্র শুভেচ্ছা জানালেন সমকালীন সাংস্কৃতি নাট্য গোষ্ঠী
ও পরিচালক সুদীপ্তা সরকার শ্রেষ্ঠ ট্রফি উপহার।আমার ভীষণ প্রিয় সুদীপ্ত সরকার দলের সবাইকে
এক বোক ভালোবাসা জানাই।
পুনশ্চ------ পরিচালক ব্যস্ত থাকায় সুদীপ্ত সরকার এর কন্যা আমার নাতনি সাথে ছবি
বাবার গর্বে গড়বিনী।
No comments:
Post a Comment