Wednesday, 17 July 2019

নীল আকাশে নীলাঞ্জনা

নীল আকাশে নীলাঞ্জনা

শ্যামল সোম

নীলাঞ্জনা তুমিই  আমার নয়নের মণি
মনে হলেই উড়ে এসো  ভালোবাসায়
সাদা মেঘের ঘেয়া বেয়ে আকাশ পথে
প্রেমে প্রেরণা যোগাতে বিনিদ্র রাতে
কাব্য আলিঙ্গনে শব্দের উষ্ণ শিহরণে
প্রতিক্ষণে হাতে হাত রেখে এই ভয়ঙ্কর
মেঘাচ্ছন্ন হৃদয়ের আকাশে আঁকা তুমি
দেহের পরশে কাব্যময়তার সাথে চুমি।
নীলাঞ্জনার সাথে ভালোবাসার অঞ্জলি
বগুড়ায়  গাঁয়ের  কনক চাঁপা পুষ্প কলি।
কলি ভালোবেসে ভেসে যাই ভালবাসায়
সবুজ শস্য শ্যামলা গ্রাম্য শালুক শোভায়
ফুঁটে সদ্য যৌনবতী  যুবতী তন্বী তরুণী
স্নানরতা  ডাহড়ে দিঘী পুকুরে জলকেলি
তাল তমাল গাছে গাছে ঘেরা ঘণছায়ায়।
শিমূল পলাশের রঙে রঙে রাঙিয়ে আলোয়
এ আলোয় উদ্ভাসিত হয়ে উঠুক কথামালায়
সে ছায়াবীথি কাব্যের রঙিম  রঙের আকাশে
দেহশ্রী তুমি নীলাঞ্জনা কবিতা আমার প্রেম।

No comments:

Post a Comment