ভালোবাসার পারাপার
শ্যামল সোম
যখন উন্মুক্ত আকাশতলে
দুটি প্রাণ ভালোবাসায় তে,
ছিলো ভেসে রাজহংস হংসী,
পারস্পরিক সহমর্মিতা স্পর্শী
কোথা হতে ধেয়ে এলো ঐ ঝড়,
হুড়মুড়িয়ে ভেঙে পড়লো শতঘর।
উবড়ে শিকড়ের টান ভয়ে প্রাণ
নিয়ে গৃহহারা উদ্বাস্তু চলে ত্রাণ
শিশু বৃদ্ধ পড়শি আজ ধর্ম শত্র
ভূমিপুত্র ভূমিহারা তাড়িত মিত্র
চোখের জলে দীর্ঘ নিঃশ্বাস পড়ে
অসহ্য নির্যাতন অত্যাচারে নড়ে
ভীদ শুরুই প্রতিবাদ প্রতিরোধ,
শাসকের ফিরল না সম্বিত বোধ।
তিরিশ লক্ষ মানুষের লাশের রক্ত
তিন লক্ষ মাবোন ভগ্নী কন্যা ভক্ত
একইপ্রভুর উপাসনা প্রার্থনা করে
তাদের হাতে অস্ত্রের আঘাতে মরে।
মাঝে রয়েছে কাঁটাতারের বেড়া
এ দুটি মগ্ন মনের প্রেম স্বপ্নঘেরা
মাঝে ভালোবাসার রক্তিম সেতু
আকাশে বাতাসে ভাসে ঘ্রাণ ঋতু।
উড়ছিল দুটি মুক্ত ঐ অচীন পাখি
দোসরেরসাথে সন্ধ্যা ফিরছে নীড়ে,
দেহ হৃদয়ে উম অনুভবে অনুরোরন
আজীবন ভালোবাসার ধ্বনিত গুঞ্জন।
No comments:
Post a Comment