গত চব্বিশে জুলাই নগ্ন সভ্যতা নাটক টি দেখে
ঐশী ভট্টাচার্য এ এক বিরল প্রতিভাময়ী
তাঁর নারী দর্শন জীবন বোধের বহিঃপ্রকাশ
তাঁর লেখা নাটক " নগ্ন সভ্যতা দেখতে আবেগ
থরথর করে কাঁপছি, কখন বলিষ্ঠ দলগত সুশৃঙ্খলা
প্রচন্ড কঠোর পরিশ্রমে দীর্ঘ দিনে মহড়া অনুশীলন
মধ্যে দিয়ে অনবদ্য অভিনয়ে দরশকের জয় করেছেন।
বিভিন্ন ছোট ছোট ঘটনার নাট্য মূহুর্তেকে পরিচালিকার
নানা আঙ্গিকে আবহসংগীত ও আলোক সঞ্চালনায়
নাটকটি একটি উচচ মানের নাটক উপস্থাপন করেছেন।
বিয়ষ একবিংশতি শতাব্দীতে বলা বাহুল্য আজও সুপ্রিম
কোর্টে তিন তালাক নিয়ে শুনানি চলছে।
কন্যা ভ্রূণ হত্যা শিশুকন্যা বিভিন্ন জেলায় সংখ্যা কমে আসছে।
শিশুকন্যা কিশোরী যুবতী বৃদ্ধা পুরুষের লালসার শিকার প্রতি
নিয়ত দিন দিন প্রতিদিনের দৈনন্দিন নারীদের মর্মস্পর্শী হৃদয়ের
ব্যথা বেদনা নির্যাতন অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে আমার ভীষণ
লজ্জা করছিল কখন কাঁদছিলাম নাটক যে আমাকে এই ভাবে
নাড়া দিতে পারে এই পঁচাত্তর বছর বয়সে বৃদ্ধকে কাঁদিয়েছে।
নারীদের প্রতি শ্রদ্ধা রইলো আমি পরম শ্রদ্ধেয়া ঐশী ভট্টাচার্য
সৃষ্টি করেছেন ব্যালট সমবেত গান নৃত্য অভিনয়ে চোখে বিদ্যুত্
হেনে অঙ্গ সঞ্চালনে আমাদের চব্বিশে জুলাই দুহাজার উনিশ
তৃপ্তি মিত্র সভা গৃহে আসা বিশেষত আমি ঋদ্ধ হলাম অসম্ভব সুন্দর
পরিবেশন করার জন্য আপনাকে ঐশী ভট্টাচার্য ও সবাইকে আমার
আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ঈশ্বরের কাছে প্রার্থনা করি কল্যাণ
কামনা করি।পুরুষ তান্ত্রিক সমাজে প্রচলিত প্রথা নারীদের প্রকাশ্য রাস্তায় নারীকে বা রাজ সভায়
দ্রোপতীর চুলের মুঠো করে টানতে টানতে প্রকাশ্যে এনে বস্ত্র হরণ করে নগ্ন চাইছেন।
এই রাজ সভায় উপস্থিত সকল ধৃতরাষ্ট্র কর্ণ গান্ধারী পঞ্চ স্বামী বহু বীর রাজারা কেউ
কোন প্রতিবাদ করেন নাই, আজও যেমন বহু বুদ্ধিজীবী পুরুষেরা নিশঃচুপ কেন কেন ?
পুনশ্চঃ -- থিয়েটার ওয়ার্কার্স রেপার্টারী র আয়োজনে।
বর্ষব্যাপী নাট্য অনুষ্ঠানে।
নাটক টি মঞ্চস্থ হয়েছে
No comments:
Post a Comment