Saturday, 20 July 2019

আমার দেশ আজও বাংলাদেশ

আমার দেশ আজও  বাংলাদেশ

শ্যামল সোম

যদিও ষাট বছর আগে শরণার্থী গৃহহারা হয়ে
উদ্বাস্তু শিবির থেকে কোলকাতায় পাকা বাড়ি।
তবুও মন যেতে চয় ময়মনসিংহে মুক্তা গাছা
ফুলপুরা গ্রামে জন্মগ্রহণ করেছিলাম সে মাটি
শিকড়ের টানে শত বার যাওয়া আসা প্রিয় এঈ
জন্মভূমির প্রতি ভালোবাসা পিয়াসী মন উন্মুখ ।
খুব কষ্ট হয় যখন বাংলাদেশের সম্পর্ক মন খারাপ
লেখা পোস্ট করা ঠিক কি অপূর্ব সুন্দর সীতাকুণ্ড ।
না না এ হতে পারে না পারে আমি বিশ্বাস করি না
এত রক্তপাত গুমখুন তিরিশ লক্ষ মানুষের এখনে
লাশ ওখানে লাশ লাশের পাহাড় বুড়িগঙ্গা  ভাসছে
লাশ, কবি লিখেছেন, প্রয়োজন হলে দেব এক
নদী রক্ত আমাদের সংগ্রাম চলছে জনতার সংগ্রাম--!
হাঁ যাথার্থ ভাবেই  তিন লক্ষ মা বোন ভগ্নী কন্যা ও
নাতনিদের আত্ম ত্যাগ  তবে কি সব বিফলে গেল ?
না নাবাংলাদেশ আমার ফেলে জন্মভূমি শিকড়ের
টানে বারবার যাই আহাহা কি অপূর্ব সুন্দর ঐ
প্রাকৃতিক সৌন্দর্য এ দেশের মানুষের সংস্পর্শে
এসে শিল্পকলা সাহিত্য কাব্য নাট্য চর্চা নাট্য শাস্ত্র
নাট্য ব্যক্তিত্ব অভিনেতা পরিচালক চলচ্চিত্র জগতে
বলিষ্ঠ চরিত্রের মানুষ বাইশ বছর সনাতনী গল্প সৃষ্টি ,
করতে কেটে গেলো, এখন বাংলা ভাষা সাংস্কৃতিক
বাদ্যযন্ত্র একতারা দোতারা বাজিয়ে বাঁশিতে সুর তুলে
কুষ্টিয়ায় লালন শাহের তিরোধান দিবসের অনুষ্ঠান
নবদ্বীপের বাউল গান গাহিছে " না না ছেড়ে দেবো না
ছেড়ে দিলে সোনারর গৌর আর পাবো না," বীরভূমের
বাউল গাঌহিছেন " দিন থাকতে দিনের সাধন
কেন করলে না, সাধন হলো না --!"
সময় গেলে সাধন হবে না," বসন্ত উৎসব, পয়লা বৈশাখ,
একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে দিবসে আগের
দিনে রাত থেকেই চলেহাতে হাতে মালা ফুল ফুলের স্তবক
অর্পণ করতে দলে দলে চলে মিছিল বাংলাদেশে আজও
আমার স্বদেশ প্রিয় দেশ মঙল হবেই মহান স্রষ্টা প্রভুর কাছে প্রার্থনা  ।

No comments:

Post a Comment