Saturday, 20 July 2019

আজ বড় দূঃসময়

আজ বড় দুঃসময়

শ্যামল সোম

আজ প্রাণ খুলে হাসতে ভুলে গেছি যে কবি
সম্প্রতি সামাজিক এখন অবক্ষয়ের এ ছবি,
পথে পথে পলাতকা বিতারিতা জননী গৃহবঁধু,
মুখ বুজে সহ্য করা কোন উপায় নেই জবুথবু ।
অতযাচার নির্যাতনে অকথ্য অত্যাচারে অতিষ্ঠ
শত সহস্র নারী শিশু কিশোরী যুবতী সর্ব কণিষ্ট
নানা বয়েসে বিকৃত মনস্ক মানুষের যৌনকাতরতা
পরোক্ষ সহায়তা নারীদের প্রতিক্ষণেএ  সহিংসতা।
শতসহস্র রক্তাক্ত অবস্থায় পড়ে রয় আত্মহননে
হত্যা দগ্ধ পোড়া গন্ধ পাই ধর্ষিতার দেহের পচনে।
দিন প্রতিদিনই নতুন নতুন অঘটন তবু মনে আশ।
শত দরিদ্র পরিবারের পাশে কতজন আছে বাসা
বন্যায় ভাসিয়ে নিয়ে শত সংসার রয়েছে, অসহায়
কত নদীর ভাঙনে বিলীন হচ্ছে পাড়ের মাটি যায়
ধ্বসে ধ্বসে যাচ্ছে মাটি গাছ গাছালি ভরা বর্ষায়
প্রাকৃতিক সৌন্দর্য খুঁজে কি আর কখন পাওয়া যায় ?
আজ কাল এই ভয়ঙ্কর মেঘাচ্ছন্ন পরিবেশে দূষণে
শিশুদের শৈশবৈ বৃদ্ধের শ্বাস নিতে কষ্ট হচ্ছে প্রাণে।
সমাজে পাড়া পাড়ায় সদলবলে বেড়িয়ে আসে মস্তান
দুষ্কৃতী কাজে লিপ্ত অসামাজিক অবৈধ কাজে ফাঁদে
ফেলে কার্য জড়িত রয়েছে, দাপটে অতিষ্ঠ নগরবাসী
আমরা কি সমবেত কণ্ঠে প্রতিবাদ জানাতে পারি না?

No comments:

Post a Comment