যূঁই প্রেমের প্রলয় তুই
শ্যামল সোম
এ অকাল বসন্তে বর্ষার আষাঢ়ে
মেঘলা ঐ আকাশে বৃষ্টি হয়ে ঝরে
পড়লি আমার এই লোমশ উষ্ণ বুকে
কুলকুল বহে যাচ্ছে এ শিরায় সুখে,
দেহের দরিয়ায় ডাহড়ে এই আবগাণ
বৃষ্টির ছোঁয়ায় যুগল হৃদয়ের কম্পন।
যূঁই তোর শরীরের ঘ্রাণে ওহ্ স্পর্শে
শিহরিত মনের গহীন এ অরণ্যে ঝর্ণা
বহমান কাব্য স্রোতে ভেসে যায় বন্যা
প্রেমের প্রলয়ে প্লাবনে এ ভূমিশয্যায়
ভালবাসায় আলিঙ্গনে ছায়াবীথিকায়,
কাব্যিক স্বপ্নের রূপকথা চিত্রকল্প ছন্দ
শব্দের চুম্বনে চুম্বনে রক্তাক্ত দুটো ঠোঁট
হঠাৎ ছন্দ পতন ঝড়ে নিহত এ স্বপ্ন পঠ।
বিশাল ব্রহ্মাণ্ড কোটি আলোক বর্ষ দুরে
তোর স্বাতী নক্ষত্র বাস, তোর কন্ঠের সুর,
কাব্য লিখনে স্বপ্ন স্বপ্নিল কাব্য মন ডাকে
আয় ফিরে আয় ফিরে কবিতায় আশ্রয়ে।
No comments:
Post a Comment