হুক্কা বার নাটকের গল্প
শ্যামল সোম
কোলকাতা সিটি অফ জয় আমোর প্রমোদ তন্বী তরণী কলেজ ছাত্রী ছাত্র
বিনোধন বিপোনন নিজেকে সেল করা নিজেকে সম্পূর্ণ সমর্পণ স্ফূর্তি প্রাণ
গড়ের মাঠে রেস কোর্সে ঘোড়ার পিঠে জকি বাজি জিততে দৌড়াচ্ছে, হোঁচট
খেয়ে পড়ে গেলেই খেল খতম।
রাসেল ষ্ট্রীট অঞ্চলে খিলাড়ি নাচ গানের সুরের আমেজে নিজেকে নেশায়
গদিতে তাকিয়ার ঠেস সুন্দরী তরুণী লাবণ্যময়ী নারী মুখে নল দিয়ে দামি
তামাক দানিতে টানছে, ধোঁয়া ওড়ায় ঢেকে যাচ্ছে মুখ, আহাহা কি স্বর্গীয় সুখ।
বা আরাম কেদারায় বসে ভাবছেন হুক্কা সেবন করতে করতে স্মৃতি রোমন্থন।
হুক্কা বারে নানাজনে আচ্ছন্ন হয়ে ধনবান উচ্চ মধ্য বিত্ত বৈভবে ঐশ্বর্যে অর্থের
প্রাচুর্যে মনুষ্যত্ব হারিয়ে, নিরন্তর ছুটে চলছে জীবন যাপন সুখী হতে চাওয়ার শেষ নেই।
নানা মাফের মেয়েরা বহু বছর আগে গ্রাম থেকে চাল পাচার করতো চোরা পথে
ট্রেনে, ট্রেনে কাটা পড়েছে কত শত কে আর রেখেছে হিসেব ?
সময়ের সাথে চলতে গিয়ে জীবিকা গেছে বদলে এখন মাঝ বয়সী দরিদ্র পরিবারের
নারী ট্রেনে করে দলে দলে আসছে ধনী ভদ্রলোকের পরিবারের রান্না বা কাছের মাসি।
গ্রাম মফস্সল শহর থেকে বিউটি পার্লার মহিলাদের স্পা সেলুন মাসাজ ক্লিনিক নেপথ্যে
কামকলা কাম মাসাজের বা পোষাকের দোকানে স্টলে sales girls।
সেল্ফ এমপ্লয়মেন্ট এজেন্সি দুষ্ট মিস্টু ষোল থেকে কুড়ি বছরের সেক্স workers
অন্য কাজের নামে দলে দলে আসছে ভদ্রলোকের সাথে বিনোদনের পণ্য নারী
কিছু বিকৃত যৌন উল্লাস উত্তেজনা পায় অল্প বয়সী মেয়েদের টাকার বিনিময়ে আনন্দ
ভেসে যেতে জলের টাকা খরচের হিসেব নেই।
নানা রমক নেশা আচ্ছন্ন যুব সমাজ কলেজে ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের মদযপান গাঁজা
মাদক সেবন কোকেন হেরোইন আনন্দ পেতে গোপনে চলছে বন্য উন্মাদনা ডি জে মিউজিক
সাসে সালশা সাম্বা ড্রান্স উদ্দাম নৃত্য পরিবেশন মাঝে মদ্য পান আমোদে আহ্লাদে গদগদ হয়ে
দূর স্বপ্নের নগরীতে জামায়েতে কোলকাতা জয় অফ সিটি কর্পোরেশনের বিনা অনুমতিতে
নানা ধরনের অনৈতিক ব্যবসা বানিজ্য বাজার দখল চলছে বাংলাদেশের বা বিভিন্ন বিদেশের
অতিথিদের Customer service Full satisfaction hundred percent garanti রয়েছে কন্যা
রাজ নর্তকী নাচছেন যেন রাতের পরী ফেলো মাখো তেল।
মঞ্চে বিভিন্ন ছোট ছোট ঘটনার উপরে আলোকপাত নাট্য মূহুর্তের বিমূর্ত অবয়বের অভিনয়
অনের জীবনের গল্প মঞ্চায়ন করে দর্শকের মধ্যে গম গম হচ্ছে জাহান্নমে গমন শেষ লগ্ন
তরুনী খুন পুলিশ রেড হয় ধরা পড়ে এজলাসে জামিন নিয়ে ফেরে ঠাট্টা তামাশা প্রমোদ সাথে
পুলিশের শত শত তদন্ত চলছে।
No comments:
Post a Comment