Tuesday, 6 August 2019

স্বেচ্ছা নির্বাসন

স্বেচ্ছা নির্বাসন

শ্যামল সোম

শৈশবে জন্মভূমি থেকে শেকড়ে
টান ছিঁড়ে  উৎখাত হয়ে আজীবন
শরণার্থী বসবাস শেয়ালদাহ স্টেশন
চারিদিকে এ এক অদ্ভুত বিষন্নতায়
আঁধার আঁধারে আচ্ছন্ন কোলকাতায়
মন পরবাস অসহায় অবস্থায় জীবন।
অনেক কষ্টে আমি একা  একা লালন,
একাকীত্ব মাঝে নিজেকে খুঁজে পাই।
চার তলার ঘরে পিদীম জ্বালিয়েছি
আমি তাল পাতার বোকা সেপাই।
পঁচাত্তর বছর বয়সে বৃদ্ধ বট বৃক্ষ
প্রেমিক একা গাছের ঐ সখ্যতা চাই
স্নেহ মমতা সহমর্মিতা সহানুভূতি পাই,
কোথায় কার কাছে বা বল কোথাও ,
নাই নাই এই রুক্ষ মানবতা বিহীন
সাম্প্রতিক সময়ে সামাজিক সবাই
নয়, নিরন্তর ছুটে চলছে কে কাকে
লং মেরে দ্রুত পেতে চায় ঠাঁই পাই কৈ?
প্রচুর সম্পদ বিলাসব বহুল সৌখিন
জীবন সুখের পাহাড়ে যে তাই নাই।
চূড়োয় হিমালয়ের উচ্চ  শৃঙ্গে উঠে
ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে ছূতে চাই
আকাশ ছোঁওয়া প্রাণের স্পন্দন অসীম
আনন্দ উত্ফুল্ল চাঁদে বাড়ি গড়া চাই।
রবীন্দ্রনাথের গান" নিঠুর হে এই তাই
করেছো ভালো দহন দাহ জ্বালো!"
আমার অভিমানে গিন্নি অপারে চলে
যাওয়ার পর একাকীত্ব মাঝে মনমরা
ভালোবাসায় একাকিত্ব মাঝে আছি,
সামনে খোলা ছাদ বিশাশ দুরত্বে দূরে
আকাশে নীলিমায় মেঘের  আড়ালে 
আলো এসে মুখে পড়ছে রাতের শয্যায়
আকাশে জ্যোৎস্নায় লাবণ্যময়ী মগ্নতায়
লাবণ্য বউ বলে চলো দূরে বহু দূরে দূরান্তে।

No comments:

Post a Comment