Friday, 16 August 2019

কবিতা জন্য শুধু বেঁচে থাকা

কবিতার জন্য শুধু বেঁচে থাকা  ( কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মরণে অনুসরণে)

শ্যামল সোম

কবিতার জন্য আমার এই জন্ম,
কবিতার সাথে গোপনে আলাপন,
প্রেমের প্রলয়ের উত্তাল ঢেউয়ের
কাব্য সমুদ্রে মাছ ধরা শব্দ চয়নে
শব্দ বাজি খেলা, শুধুমাত্র মনের
ভাব বিনিময়ের প্রণয়ের কথন এ
কবিতার জন্য একা একা হিমঘরে ,
সন্ধেবেলা মরা চাঁদ দেখার পালা।
ভুবন ডাঙার মাঠ পেরিয়ে আসা,
কবিতার জন্য মিছিলের সাথে হাঁটা
অপলক চোখে চোখ রেখে,কবিতা
যুদ্ধ নয় শান্তি চাই শান্তি চাই শান্তি
পতাকা প্লাকাট হাতে নিয়ে পাশাপাশি
হাঁটা শুরু হলো একসাথে পথ চলা।
প্লাটফর্ম এসে দাঁড়িয়েছে ট্রেন তুমি
তুমি আমার কবিতা স্বপ্নের দেশে
শান্তি বাতায়নে  কবিতা  তুমি নারী,
কবিতা নারীর জন্য রক্তপাত,
মেঘে মেঘে ঘর্ষণে গাঙ্গেয় প্রপাত।
কবিতার জন্য, আরো দীর্ঘদিন বেঁচে
থাকার সাধ, মানুষের মতো কাব্য
বেঁচে থাকা, কবিতার জন্য আমি
তুমি আমারা প্রেমে সাগরে  ররেছি।

No comments:

Post a Comment