Friday, 16 August 2019

বন্ধে মাতারাম মেরা হিন্দুস্তানের আজাদি কি সংগ্রাম, জঙ্গ জারি হ্যায়

বন্ধে মাতারাম আমার হিন্দুস্থানে স্বাধীনতা সংগ্রাম।

শ্যামল সোম

শস্য শ্যামলা প্রাকৃতিক সৌন্দর্য খুঁজে পাবে না তুমি
সারে জাঁহাসে আচ্ছা এ হিন্দুস্থান পেয়ারী দেশ আমারা,
উত্তরে মহান হিমালয় থেকে দক্ষিণে কন্যা কুমারী মাতা,
পশ্চিমে গোয়ায় প্রাচীন গির্জা, পূর্ব পাঁচ পাহাড়ী রাজকন্যা।
আমাদের জাতীয়তাবাদ ও রাষ্ট্র আদি ধর্মে ভ্রাতৃত্ব সম্প্রীতি
পাঁচ হাজার বছরের প্রাচীন স্থাপত্যকলা জীবাশ্ম সাক্ষাৎ
নিদর্শন ছড়িয়ে রয়েছে আমদের আনুগত্য প্রশিক্ষণের
প্রতীক প্রদীপ জ্বলছে অনির্বান দীপশিখা জ্বলছে লক্ষ লক্ষ
শহীদের স্মরণে জ্বলছে অমর জ্যাতি দিল্লি রাজপথে।
সকল দেশের রানী ভারত মাতা তৃ খণ্ডিত হয়েছে যুগে যুগে
ভারতবর্ষে বিদেশীদের হাতে আক্রান্ত লুণ্ঠিত  লাঞ্ছিত করে
শাসন শোষন নির্যাতন অত্যাচার লাঞ্ছনা প্রবঞ্চনা প্রতারণা
বাল্য বিবাহ সতী প্রথা,  জাত পাতের বিভৎসতা ধর্মীয় ধান্দা
এ দেশের সতীর্থ দরিদ্র মানুষের সাথে নিয়ে বিদেশী শাসকের
বিরুদ্ধে হাজার হাজার বছরের বহুবছর আগে চলছে সংগ্রাম।
লেখা আছে বাকি ইতিহাসের পাতায় স্বীকারোক্তি দীর্ঘশ্বাসের
অনুভূতি দেশ প্রেম ভালোবাসায় ভরিয়ে প্রাণ মন কেঁড়ে নেয়,
আজ ভারতবর্ষে এক জাতীয় পতাকা একটাই সংবিধান হাঁ
পড়শি দেশে সীমান্তে তাদের সৈন্য সমাবেশ করেছে যুদ্ধে লিপ্ত
বাধ্য হয়ে সীমান্তে সংঘর্ষে নিহত আহত হয়েছে দিন পরতিদিন,
সীমান্তে বিএসএফের সৈনিক, এখানে গ্রামে বসবাসকারী নিন্ম,
বর্গে অসহায় ভারতীয়দের উপরে বহিরাগত জঙ্গি হামলার রাতে
আশংকায় দুশ্চিন্তায় অত্যাচারের ভয়ে ভয়ে রয়েছে ভারতের ঐ
সীমান্তে বসবাসকারী মানুষের কোন জীবনের নিরাপত্তা নেই কি?
রাতে লুকিয়ে পাশের দেশ থেকে ভারাটে খুনিরা অর্থের বিনিময়ে
বারবার প্রাণের ঝুঁকি নিয়ে হামলা করে বিস্কোরণ গুলি করে হত্যা
মুম্বাই হোটেলে, স্টেশানে  এখানে সেখানে, ভরতের পার্লামেন্ট ভবনে।  
ভারতবাসী গভীর অনিশ্চিত ভবিষ্যতের ষড়যন্ত এর মধ্যে আশঙ্কায়,
এখন এত বছর পর্যন্ত অপেক্ষায় রয়েছি আজ শপথ অঙ্গীকার।
ভারতবর্ষে সূর্যের আর এক নাম আমরা চলেছি সেই সূর্যের দেশে,
তখন বিখ্যাত সুরকার গেয়ে ওঠেন বন্দেমাতারাম ! মা তুঝে সালাম !

No comments:

Post a Comment