Wednesday, 28 August 2019

গণ নাট্য সংঘ

গণনাট্য সংঘের প্রতিষ্ঠার ইতিহাস (সংক্ষিপ্ত আকারে)  1943 সালের 25 শে মে বোম্বাই শহরে ভারতীয় গণনাট্য সংঘ বা Indian people's theatre association সংক্ষেপে IPTA প্রতিষ্ঠিত হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে গঠিত ফ্যাসিবিরোধী লেখক সংঘ এবং প্রগতি লেখক সংঘের উত্তরাধিকারী এই সংগঠন।  1939 সালের বিশ্বযুদ্ধ, দেশের উত্তাল স্বাধীনতা সংগ্রাম, যুদ্ধ জনিত কারণে সৃষ্ট মন্বন্তর, বাংলার সংস্কৃতি জগতের দৈনতা ছিল এই সংগঠনের জন্মের পটভূমি। নবান্ন নাটকের প্রযোজনার মধ্য দিয়ে বাংলার নাট্যজগতে এসেছিল এক নতুন যুগ নতুন নতুন গান ,ছায়া নাটক, সংস্কৃতি জগতের এনেছিল আলোড়ন। মুলুক্ রাজ আনন্দ ,মনোরঞ্জন ভট্টাচর্য্য (মহর্ষি), হীরেন মুখোপাধ্যায়, বিনয় রায়, পৃথ্বীরাজ কাপুর, বলরাজ সাহানি, বিজন ভট্টাচার্য, শম্ভু মিত্র, সুধী প্রধান, রবি শংকর প্রমুখ ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য।  1948 সালে আদর্শগত ও শিল্পগত বিরোধের কারণে শম্ভু মিত্র প্রমুখরা গণনাট্য সংঘ ছেড়ে প্রতিষ্ঠা করেন বহুরূপী। কলকাতায় কাজ করতে থাকে গণনাট্য সংঘের দক্ষিণ এবং মধ্য কলকাতার শাখা। 1953 - 54 সালের সাংগঠনিক কিছু সমস্যার জন্য দক্ষিণ কলকাতার শাখা ভেঙে যায়, তৈরি হয় প্রান্তিক এবং শৌভনিক। 1964 সালে প্রান্তিক পশ্চিমবঙ্গ সরকারের সোসাইটি অ্যাক্ট অনুসারে রেজিস্ট্রি ভুক্ত হয় গণনাট্য প্রান্তিক নামে। ভীরু মুখোপাধ্যায় রচিত জ্ঞানেশ মুখোপাধ্যায় পরিচালিত রাহুমুক্ত যাত্রা, 20 শে জুন, নী...

No comments:

Post a Comment