নাটক আজও আমার সত্তর বছরের সঙ্গী
শ্যামল সোম
কৈশোর থেকেই নাটক দেখার সুযোগ পেয়েছি
শিশির কুমার অহীন্দ্রবাবুর শাহজাহান দুজনে
দুটি ভিন্ন নাট্য অভিনয়, নরেশ মিত্র ঔরঙ্গজেব
সরযূবালার জাহানারা আশ্চর্য অভিজ্ঞতা প্রফুল্ল
নাটকে ছবি বিশ্বাস তখন শিব রাত্রি উপলক্ষে সারা
কম্বাইন্ড বড় বড় অভিনেতা অভিনেত্রী নাটক গুলি
হতো বিবাহ বিভ্রাট সব মনেও নেই সেতুতে তৃপ্তি মিত্র
এর বিশ্বরূপা মঞ্চে অভিনয়, কালি ব্যানার্জি তরুন কুমার
ক্ষুধা নাটকে হালুয়া খাবো, যৌবনে বিজন ভট্টাচার্যের
ছেঁড়া তার, দেবী গর্জন, এক স্মরণীয় ব্যক্তিত্ব ঋত্বিক ঘটকের
জ্বালা ছোট্ট মুক্ত অঙ্গনে মঞ্চে বিশাল মাপের অভিনেতার
ক্রোধ সংলাপ বজ্রপাত, বহুরূপীর প্রযোজনায় শম্ভু মিত্র ও তৃপ্তি
রাজা অয়াদিপাউস রবীন্দ্রনাথের রাজা, রক্ত করবী নন্দিনী সাথে
প্রথম আলাপে ভালোলাগা তুলে রেখেছি সমৃতির মণি কোঠায়।
তিনের তলোয়ার কখন সত্যি শাণিত অস্ত্রধারী কাপ্তেন সাহেব
উৎপল দত্ত সমান দক্ষতা নাটক ও চলচ্চিত্রে ভুবন সোম এক
অনবদ্য চরিত্রায়ান।
নাটক দর্পণে সাম্প্রতিক সমাজিক অবক্ষয়
ক্ষয়িষ্ণু পারিবারিক সামাজিক রাজনৈতিক
ঘটনার প্রতিফলন অতিষ্ঠ নগরবাসী আর্তনাদ
করে বাঁচতে দাও" মানবতার হোক জয়।
বাংলার আজ সাংস্কৃতিক বিপন্ন নাটক দেখুন
নাটক চরচা করুন এটি জীবনের অবিচ্ছেদ্য
অংশ নিচ্ছে প্রতি নিয়ত জীবনর প্রতি নিয়ত।
ইদানিং চলছে এই নাটকে গুলি দেখুন দেখান।
নিচের ছবিটি একটি ঐশী ভট্টাচার্য পরিচালনা বলিষ্ঠ নারী জাগরণের অগ্রদূত।
No comments:
Post a Comment