হে অনাদি মহাকালেশ্বর মহাকাল
শ্যামল সোম
শৈশবে ফেরাও
ফেরাও ফেরাও
আমাকে ফেলে
আসা সেই দিনে,
প্রজাপতি ধরতে
ফড়িং এর পেছনে।
হঠাৎই আকাশে
শরতের শুভ্র মেঘে
সাথে জড়িয়ে ধরে
উড়ছে কাঁটা ঘুড়ি।
রাতের অন্ধকারে
লন্ঠনে আলোতে
দিদার ছায়া ভাসে
দৈত্য দানবের গল্প।
বর্ষা ঘনঘোর ডাকে
মেঘের সে কি গর্জন
কাঁপন দেহ মন
ঝম্প দিয়ে নামে
বৃষ্টি বৃষ্টির জলে
ভাসাই কাগজের
বানানো নৌকা
আজও বৃষ্টি পড়লে
আমার নৌকাবিহার।
শৈশবে ফেরা কি আর
সম্ভব কখনও যেন এ
স্বপ্নে বিভোর এই
বৃদ্ধের মন শৈশবের
দিনে ফেরাও ফেরাও মন।
No comments:
Post a Comment