Wednesday, 14 August 2019

সাঁঝবাতির রূপকথা

সাঁঝ বাতির রূপকথা

শ্যামল সোম

সাঁঝবাতির আমার যৌবনের প্রেমিকা
পরস্পরের সাথে সম্পর্ক  প্রথম  দেখা,
আলাপ পরিচয়  দুজনের প্রিয় কবিতা ।
মেঘনা নদী পাড়ে দুজনে যৌথ্য আবৃত্তি
" আজই প্রভাতে রবির কর, কেমনে
পশিলো প্রাণের পর, কেমনে পধিল--,
দুজনে এক সাথে গাহিতে থাকি গান,
" তোমার হলো শুরু আমার হলো সাড়া ।
সাঁঝবাতি হাতে নিয়ে হাত ধরে হেঁটে হেঁটে
পৌষ ঐ মেলায় ভীড়ে কোমর জড়িয়ে হাঁটে
হেলে দুলে চলছে  সাথে  চন্দ্রানী সাঁঝবাতি!,,।?
সে আমার নয়নের মণি তন্বী তরুণী প্রেমিকা
উজ্বল পূর্ণিমায় আলোয় আলোয়
চাঁদ এসে ধড়া দেয় চোখের গভীরে।
চুড়ির দোকানে কাঁচের রঙিন পড়ে
মিষ্টি হাসি দিয়ে বলে " খুব সুন্দর গো,"
কাঁচের চুড়ি পড়া হাত নেড়ে হাসে,হেসে
সামান্য কাঁচের চুড়ি পেয়ে এত খুশি
আমার তখন ভীষণ ভালো লাগে,
তাকে নিয়ে থাকা যাবে কি ভালোবাসার নীড়ে?

No comments:

Post a Comment