পুরুষ তান্ত্রিক সমাজে লিঙ্গ বৈষম্য কেন ( ব্যঙ্গ রচনা চাই মার্জনা )
শ্যামল সোম
একবিংশ শতাব্দীতেও লিঙ্গ বৈষম্য কেন জানি কেন প্রাক ঐতিহাসিক পটভূমিতে মানুষ যখন গোষ্ঠীবদ্ধ
থাকতো যাযাবর জীবন যাত্রায় তৃণভূমি খোঁজে দলবদ্ধ গৃহপালিত পশুদের সাথে নারীদের দল চলছে
পুরুষের পিছনে, হঠাৎ অন্য শক্তি শালী গোষ্ঠ ঝাঁপিয়ে পড়ে পুরুষদের খুন করে কেউ কেউ পালিয়ে যায়।
সেই পরাজিত গোষ্ঠীর গৃহপালিত পশু ও নারীদের দখল নেয়, আজও এই গোষ্ঠী দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত
হয়, হঠাৎ আকস্মিক দলিতদের বা দূরবল শ্রেণী উপর জায়গা দখলের ভিত্তি খুনখুনি হচছে, সেই প্রস্তর
তাম্র লৌহ্য যুগ থেকে বিভিন্ন দেশে প্রান্তিক জনগোষ্ঠীর উপরে আজও বর্ণ ধর্ম জীবন স্খলন প্রত্যয় অভাব,
না সোনার পাথর বাটি, আকাশকুসুম কল্পনা করে স্বপ্ন দেখতে ভালো লাগে কিন্তু স্বপ্ন, স্বপ্ন থেকে যায়।
লিঙ্গ বৈষম্য দূর করতে পারেন, অথচ ভারতবর্ষে আধ্যাত্মিকতা পথে নৈতিকতাকে ছেড়ে পূজো আচার ধর্মে,
আনুষ্ঠানিক পুরান কলপ কাহিনীর পথর ভাগ্য পরিবর্তনে বিশ্ব বিজয়ী জ্যোতিষি হোম যজ্ঞ করে বাবা দুলি
মাদুলি তাবিজ, দশ আগুলে দশটি পাথরের আংটি, গুরুজী সেবা প্রদান, পোয়াতি না হলে গরুকে যেমন ষাঁড়ের কাছে পাল দেওয়তে নিয়ে যায়, ঠিক তেমন বৌমাকে সঙ্গে করে শাশুড়ি মাতা ঠাকুরণ, নিজের মা
নিয়ে যায়, অলৌকিক সাধু বাবা কাছে, তিনি যজ্ঞ আগুনে ধোঁয়ায় আচ্ছন্ন বন্ধ ঘরে অলৌকিক শক্তি প্রয়োগ
বাতাসে ভেসে আসা কুমারী মাতা, গরভবতী হণ, বিদেশে, ভারতের অনেক সাধকে অলৌকিক ভাবে জন্ম হয়েছ।
পুরা কালে জমিতে বলদ দিয়ে লাঙলে ফালায় পাল কর্ষণ করলে বীজ বপন করলে সোনার ফসল ঘরে তোলা হয়।
নিয়োগ প্রথা, গুরুদেবের কৃপায় নব বঁধু সতীচ্ছদ পাল ঠাঙিয়ে বৈঠা ঠেলছে গুরুদেব, বা কুলিন ব্রক্ষাণ
শতবিবাহ প্রথা ভেঙ্গে প্রকাশ্যে নয় গোপনে পরকীয়া প্রেমে পড়ে ডুবছে ভেসে সংসার তালাক তালাক দেওয়া
বউকে ফিরে হলে অন্য পুরুষের সাথে নিকা তালাক পেলে পুনঃ বিবাহ, বিদ্যা সাগর মহাশয় নিজের গ্যাট এর
টাকা খরচ করে বিধবা বিবাহ দিতেন পরবর্তী সময়ে স্বামী কিছু কাল সহবাসে পর পলায়ন।
ঠিক যেন এখন বিবাহের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ দিন সহবাস পরে হবু বর বর পালালে কান্না কাটি ফলিডল খেয়ে
আত্ম হত্যা, এই মাসে অগাস্ট 19 কদিন আগে জনৈকা কিশোরী দশম শ্রেণী পড়ছে সহপাঠী বয় ফেন্ড
সাথে অন্ধকার প্রেম করতে গিয়ে কোলাঘাটে চারটি যুবক গণধর্ষণ করে তখন কীটনাশক বিষ খেয়ে আত্মহত্যা চেষ্টা এখন হাসপাতালে খাবি খাচ্ছে ।
অসম্ভব সাহসী এভারেস্ট জয় করছে, সুনিতী উইলিয়াম মহাযানে পরিক্রমণ আবার মদয পান মাদক সেবন
পুরুষ হয়ে উঠা নারী তখন সেন্স আছে যখন যুবক বন্ধুরা সবাই তার নগ্ন দেহের শিরায় শিরায় ঢেলে দেয় বিষ
এডস রোগীর সংখ্যা বাড়ছে যৌন স্বাধীনতা লেট নাইট পার্টিতে চমক চলছেই সারারাত, Iwont care mammy, fuck me hard to harder, let me enjoy my OWN life Iwont care!
অর্থনৈতিক স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বাহিনী কর্ম ক্ষেত্রে, খেলার জগতে , সিনেমা রঙিন জীবনে নায়িকাকে,
নাট্য দলে নারী ঘটিত নৃশংসতা মামলাটি একসিডেন্ট, মহুয়ার পালা, উঠতি নায়িকা মুমবাই সিনেমা
রঙিন জীবনের আড়ালে, বার হাত শাড়ি পরে কত নাচন কদন, নারীর নাভিমুলে আহাহা কত আকরখ
পুরুষ মেনেই কি ধর্ষকামী বা নারীদের রূপরেখা ঐ যৌন অঙ্গে যত মর্মস্পর্শী ব্যথা হোক সুখের তৃপ্তি শীৎকার ধ্বনি সহবাসে না ধর্ষণে কে জানে ?
লিঙ্গ বৈষম্য দূর হবে না কখন তবু ভালোবাসাপিয়াসী মন উন্মুখ হয় রয়েছে এখন।
No comments:
Post a Comment