নারী আর কবিতার প্রতি ভালোবাসা
বহে আনবে বিশ্ব শান্তি
এই বাতাবরণে আগামী প্রজন্ম
বুঝবে অতীতের ভুল ভ্রান্তি।
আমার নদীর সাথে প্রেম কৈশোরে
নদী বহমান স্রোতে ভেসে যাই ভোরে।
নদী তুমি কী নারী নির্যাতনের শিকারে
ভয়ঙ্কররূপ বন্যা ভাসিয়ে যায় সংসারে।
অল্প বয়সে আমার স্বপ্নের সাধ
হিমালয়ের পথে পথে উদ্ভ্রান্ত পরিব্রাজক
এই যুবকের মতোই ঘুরে বেড়াতাম
পঞ্চাশের বছর পূর্বে প্রাণের অস্তিত্ব খোঁজে
ভ্রমণের আনন্দে আমার হৃদয় পূর্ণ হবে থাকতো,
জীবনে যৌবনের আমার পথের অচেনা সাথীদের
মনের মুকুরে ভেসে ওঠে আলোয় উজ্জ্বল সবমুখ
হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্যে আজ ও মুগ্ধ হই।
কবিতার জন্যই, বৃষ্টিতে ভিজে
শান্তির মিছিলে পথ চলা
কবিতা সে জন্মথেকেই
মানবিকতার বিরুদ্ধেই কন্ঠমেলা।
" আবার আসিব ফিরে এই বাংলায়
হয়তো মানুষ নয়
শঙ্খচিল শালিখের বেশে "
আমি অপেক্ষায় আছি বন্ধুত্বের
আপনাদের কাছাকাছিই
ভালোবেসে।
শ্যামল সোম
কোলকাতার বইমেলা,ঢাকারগ্রন্থ মেলায় প্রকাশিত" হৃদয়ের আকাশে মেঘ বালিকা "প্রেমেরকবিতা জীবনের যাত্রাপথে প্রাক্তন প্রেমিকাদের স্মরণিকা।
No comments:
Post a Comment