Saturday, 29 October 2016

শ্যামল সোমের লেখা

সই তুই ঈশ্বরকে ডাক শ্যামল সোম ফুলের বাসর ছেড়ে কাল রাতে তোর দোসর গেছে চলে-- সই ভালোবাসার যাতনা একা সহিবি কেমন করে ? এখন সবাই হাতে হাত মিলিয়ে কেমন হাতে হাতে দিচ্ছে তালি। পোড়ারমুখী প্রেমে পড়ে তুই সৈয়দ বংশের নাম ডোবালি ? হতভাগী ! গোপনে ভালোবেসে ডুবে ডুবে এত গিললী পানি ? ঐ দেখ, আড়ালে একা ঘরে অন্ধকারে তোর কাঁদেন বসে নানী-। যাও ! এবার তুমি - গলায় কলষ বেঁধে ঐ কাজরী দিঘির পাড়ে যাও। এই দুপুরে গাছের ডালে পাতার ফাঁকে কে ডাকে ? বউ কথা কও ! হারিয়ে গেলো তোর সেই আপনজন, তাকে হলো আর পাওয়া--! নদীর পাড়ে গাছ গাছালি, দোতলায় এই গাঁয়ের ঘর সন দিয়ে ছাওয়া। এক পলকেই হবে ছাই ! রাতে ঐ কুপীর আগুনটা একবার কাছে পাই। এখনও তুই মনের ভেতর খুঁজিস কাকে ? নাই ! নাই ! কেও কোথাও নাই। নয়ন মেলে দেখ, কালো এক যমের মতো ঝুলছে ঐ লম্বা ঘরের কড়িকাঠ-- আঁধার রাতে শেয়ালের ডাক শোনা যায়-- বাড়ে বুকের কাঁপন-দুরে শ্মশাণ ঘাট। পরনের রঙিন শাড়ী হাতে নিয়ে, আনমনে সই এখনও তুই স্বপ্ন দেখিস বসে ? সাজানো পালকির সাথে তোর দোসর আবার বুঝি দাঁড়িয়েছে দুয়ারে এসে ? রাত পোহালো এলো দিনের আলো- এখন ফজরের ঐ আযান ভেসে আসে।

No comments:

Post a Comment