কবিতার জন্য জনযুদ্ধ মানুষদের প্রতিবাদের গর্জন
কবিতাই আমাদের অত্যাচারের বিরুদ্ধে শব্দের বর্ষণ।
কবিতার অক্ষরে অক্ষরে লেখা হোক অমানবিকতার
শোষিত মানুষের জীবনের সংগ্রাম চলছে চলবে এবার্তা।
দেশ হতে দেশান্তরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তরে হত্যার
নির্যাতনের প্রতিরোধের তরে তুলে নাও কলমের হাতিয়ার।
No comments:
Post a Comment