Thursday, 20 October 2016

আবেদন

https://www.facebook.com/groups/1098467026855079/

সুস্বাগতম শুভ সূর্যোদ্বয়ের নূতন ভোরে কল্যাণ হোক  আপনাদের সবার।

আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনারা সবাই জ্ঞানী গুনি মানুষ
আপনাদের বিনা  অনুমতি ব্যতিত " আমাদের  কলম চলছে সত্য  প্রকাশে এ"
একটি সমাজ সচেতন মূলক ক্ষুরধার তীব্র ক্ষোভ  প্রতিবাদে ভাষা হোক
আমাদের স্মরণিকা সেই অতীতে উনিশো বাহান্ন  সালে ভাষা আন্দোলনের
অমর সকল ভাষা সৈনিকদের উদ্দ্যেশ্য  আমাদের বিনম্র আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।
আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে আমার অপরাধ মার্জনা করে যদি
অসন্তুষ্ট হয়ে  থাকলে আমাকে এক বৃদ্ধ লোক বলে ক্ষমা করে দল ত্যাগ করবেন।
দোহাই আপনাদের  আপনারা সন্মানিত সনামধন্য কবি লেখক আপনাদের প্রতি
শ্রদ্ধাশীল  আমি আমার একমাত্র  উদ্দেশ্য আপনাদের লেখায় সমৃদ্ধ হোক এই পথ চলা।

দীর্ঘদিন আমার  একাউন্ট হ্যাক  বা ব্লক করার জন্য বহু গুণমুগ্ধ কবি লেখক লেখিকা
যাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না, দুঃখিত, আবার মাফ চাইছি দোষ ত্রুটির জন্য।

ধন্যবাদান্তে

শ্যামল সোম

No comments:

Post a Comment