Saturday, 29 October 2016

আমার কবিতা

ফুল তুলতে গিয়ে হয়েছিল ভুল বাঁশিওয়ালা ফুলেল ভালোবাসা তোমাকে ! ফুলেশ্বরী তোমার সাথে প্রথম দেখা সোমেশ্বরী নদীর ধারে নির্জনে চুপ করে একা বসে ছিলে, হাওয়ায় উড়ছিল খোলা এক ঢাল রেশমী চুল, পরনে ফিরোজা রঙে সালোয়ার কামিজে, তোমার দুচোখে কাজল, অশ্রুধারা গড়িয়ে পড়ছিল সোনালী চিবুক বেয়ে। আমার পদধ্বনি শুকনো পাতায় শুনে মন্ত্র মুদ্ধ হয়ে চোখ তুলে তাকালে, নয়নে জল টল টল করছে, প্রথমে তোমাকে দেখেই প্রেমে পড়ে গেলাম। স্মৃতির গহ্বরে বাঁশিওয়ালা শৈশবের স্মৃতি ফিরে ফিরে কেন আসে এই বেলা শেষে এ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার অপেক্ষায় রয়েছি, স্মৃতির পাতায় পাতায় তৃষিত মন কেন ফিরতে চায়, আমার ফেলে আসা জননী ভূমি, ময়মনসিংহ ডাকে আয় আয়, ফেরারী জীবন কী ফিরে পায় শৈশব? আমার দেশের লোকেরা গান গেয়ে কাম করে। ধানের বীজ বপন করে, চারাগাছ পূঁইতা যায় সারে সারে, ফজরের আযান ভাসা আইলে বিশাল উঠানে ঝাঁট দেয় আমিনা বেগম, সসন্মানে পথ ছাইড়ে সড়ে দাঁড়ায় মাসী ঠানদি, ঠাকমার পরনে তসরের শাড়ি, গলায় রুদাক্ষের মালা গঙ্গার জল মিশরত পানি থুরি জল, ছিটিয়ে দিচ্ছেন মুখে কৃষ্ণের শত নাম, " গোবিন্দ রাখিল নাম শ্রী মধুসূদন " মুসলমান পানি বলবে হিন্দু বলবে জল, শৈশবের শিক্ষা। লালন সাঁই জী, " জলের উপর পানি, না পানির উপর জলে, বল কালি বল, বল আলি বল।" আমিনা বেগমের মাসী বলে ডাকতে শিখিয়ে ছিলেন। আমার জননী, গর্ভধারিণী জননী আমার ধর্মের উর্ধ্বে মানুষের স্থান, সেই শিক্ষা শৈশব থেকেই ভালোবেসেছি। মানুষকে, বিভ্রান্তি সৃষ্টি হয় যখন দেখি ধর্মীয় অনুশাসন, মানবিকতা নিশ্চুপ স্থির হয়ে দাঁড়িয়ে আছে ঐ বিশাল উঠানের বাহিরে, অতর্কিতেগুপ্ত ঘাতকের আঘাতে দাঙ্গায়, মৃত্যু ভয়ে পলায়িত জীবন, কীটের জীবজগৎ পরবাসে। 1950 সালে কোলকাতা শহরে বাঙাল বলে কাঙালী ভেবে ঘৃণা করে, জমি দখলের জন্য রক্তক্ষরণ বার বার মানুষের রক্ত কেন ঝরে অশ্রুধারায় মন প্রশ্ন কেন কর ? ভাতৃঘাতি দাঙ্গায় সাল 1946 কত লোকের জীবন হানী ? সঠিক তথ্য পাইনি উত্তর কিন্তু আমাদের দেশের বাড়ি এক ভয়াবহ রাতের অন্ধকারে পালিয়ে আসতে হয়েছিল 1950 সালে, তারপর বহে গেছে জল গঙ্গা থেকে পদ্মা নদীর কী শাখা আমার ফেলে আসা ময়মনসিংহ এ বরপুত্র বরমাল্য ব্রক্ষ্মপুত্র নামে নদ আজও বহে যায়, সময়ের মানুষ অবাঞ্ছিত হয়, দখল হয়ে গিয়েছে ভূমি, জননী ভূমি সংস্কার দফতরের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, কিন্তু তাতে কী মানুষের প্রাণ ফিরে পাওয়া যায়? নদীর পানি জলে ডুবে যায় স্মৃতির বেদনায় ---- সেই সময় দেখেছি, পঁয়ষট্টি বছর আগের জন্মভূমি রূপের পশরা নিয়ে রঙিন ছবি সালোয়ার কামিজে দুচোখে স্বপ্ন মুখে হাসি কেবলি হাতছানি দিয়ে ডাকছে --!

No comments:

Post a Comment