Saturday, 29 October 2016

আমার কবিতা

তোমাদের জানাই শতসহস্র গোলাপের শুভেচ্ছা অভিনন্দন ও অফুরন্ত ভালোবাসা, এ লেখা তোমাদের জন্য। প্রেমের তিতিক্ষা বাঁশিওয়ালা ধন্যা তুমি নারী নতজানু হয়ে হাঁটু গেড়ে বসে জমিতে মাথা নুয়ে ধরিত্রী কে প্রণাম করি বহে যাচ্ছে মেঘনা, মা মাগো আমার প্রণাম নিও। নতজানু হয়ে, হে নারী কুর্নিশ করে বলি প্রেম, ভালো কি করে বাসতে হয় শেখাও হে দেবী প্রেম ভালোবাসার কিছুই শেখার হলো মন পড়ে রইলো আস্তাকুড়ে, নর্দমার খালে ঝোপ ঝাড়ে। আমি পুরুষ হয়েও বলছি, অভিজ্ঞতা আছে সুদীর্ঘ চুয়াত্তর বছরের বৃদ্ধের কোন মেয়ে প্রেমিককে ভাগ করে চায় না মেয়েদের প্রেম ভালোবাসার সর্বগ্রাসী, তবে ছেলেদের তুলনায় লক্ষ গুনে জানে কি ভাবে ভালোবাসতে হয়। পুরুষের ভালোবাসা মুরগী পোষা। নিজেকে প্রেমের দহণে দাহ করে নিঃশেষ হয়ে যাচ্ছে তবু জ্বলন্ত অগ্নি যেন নারী। সকল জননী ভগ্নী নাতনী প্রেমিকা বান্ধবীদের জানাই শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা।

No comments:

Post a Comment