Saturday, 29 October 2016

আমার প্রেম

প্রখ্যাত কবির সাথে

বাঁশিওয়ালার

শুভ রাত্রি জানাই তাঁকে
আমার ভীষণ পছন্দের
প্রিয় কবির লেখা
" নষ্ট  নীড়ে একা "
শীর্ষক কবিতাটি
পড়ার পড়ে অসম্ভব
রকমের ভাল লাগায়
আমি সমুদ্রে আপ্লুত।
বহুদিন থেকেই  এই
ফেসবুকে  এসেছি,
হঠাৎই  প্রিয় কবির
শৈল্পিক  ঐ কাব্যিক
নান্দনিক  পরমানন্দ
ছন্দের  আনন্দ পাই।
যিনি  বিখ্যাত কবি
ফুলের মত পবিত্র
মন, মানবিক মানবীর
অসামান্য এ লিখনে
মুগ্ধ পাঠকের তরফে
অকৃত্রিম তোমার  শুদ্ধ
শুভ্র পবিত্র ফুলের গন্ধ
কাব্যের ঘ্রাণেশ্বেতগোলাপ
অর্পিত  তব করকমলে।

No comments:

Post a Comment