Monday, 17 October 2016

চল পালাই পাগলি

চল পাগলি পালাই

বাঁশিওয়ালা
চলরে পাগলি পালাই এ শহর ছেড়ে
দূরে দুর্নীতিতে ছেলে যাওয়া
অনেক দূরে দূরান্তে
ঐ নীল আকাশ ছুঁয়েছে
তেপান্তরের মাঠ পড়িয়ে
সমুদ্রের ঢেউয়ের প্রচন্ড গর্জনে
বলে আমার এই হৃদয়,
ভালোবাসি ভীষণ ভালোবাসি
তোকে পাগলী চল পাগলী 
তোকে নিয়েই পালাই কোন নির্জন দ্বীপে।

No comments:

Post a Comment