Wednesday, 12 October 2016

হাইকু

জ্যোৎস্না তুমি  আমার রাত জাগা পাখি
তারাদের ভীড়ে তোমাকেই খোঁজে আঁখি।

পিতার কাছে আত্মজা কন্যা ভীষণ আদরের,  
বন্ধুদের কন্যা আছে ঈষৎ  ঈর্ষান্বিত হবে যাই,    
আমার  দুই  পুত্রের বড় চাকরীর জন্য ব্যস্ত।

জলপদ্মনামে নৌকায়বিহার
পদ্মার ঢেউয়ের তালে তালে
তোমাতেআমাতে সুতৃপ্তি তলে
ঘর্মাক্ত শরীরে পরস্পরের চোখে
চোখ, এ শুধুই তুমি প্রেমের  কবিতা।

সুস্বাগতম শুভ সুপ্রভাতে
ঘেয়া পারের মাঝি নই,
তোমাতে ভিজিয়েছি মন
বৃষ্টির শব্দে প্রাণ উচাটন।

প্লাস্টিক প্রেম
ফেবিকলে জুড়ে থাকে
যতক্ষণ ঐ পর্যন্তই।
নিত্য নতুন দেহজ প্রেম
অন্য কারও সঙ্গেই Blind date নূতন মুখ।

শরণার্থী চলমান ঐ মিছিলে আমিও  শৈশবে ছিলাম
শেকড়ের টান মাটির গন্ধ মায়া সহজে কি ভুলিলাম,
1945 সাল থেকেই  নিলামে চড়েছিল দেশ জননী,
শয়তান অকৃতজ্ঞ কুত্তারা কুড়াল দাঁ দিয়ে তিন টুকরো
আজ ও এই পাপের প্রায়শ্চিত  প্রতি ক্ষণে প্রতি নিয়ত
রক্ত ক্ষরণ রক্তের রক্ত দাঁতের বদলে চোয়াল, মৃত্যুর- -!

সুপ্রভাতে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে
আমার সুর গুলি পায় চরণ, আমি  পাইনি তোমারে,
পাগলি তোরে জন্যে  এক আকাশ ভালোবাসা।

No comments:

Post a Comment