Saturday, 29 October 2016
চলরে পাগলী পালাই, স্বপ্নের দেশে যাই
চল পাগলি পালাই ( কাব্য গ্রন্থের নাম )
বাঁশিওয়ালা
চলরে পাগলি পালাই
এ শহর ছেড়ে দূরে
দুর্নীতিতে ছেলে যাওয়া
অনেক দূরে দূরান্তে
ঐ নীল আকাশ ছুঁয়েছে
তেপান্তরের মাঠ পেরিয়ে
রুবি চল দুজনে পালাই।
পরিবেশ দূষণের মাত্র কী
ভয়ংকর দূষনে শ্বাস বন্ধ
হয়ে আসে, পালিয়ে যাই
যে দিকে দুচোখ যায় এই
রাঙামাটি গেলে কেমন হয় ?
চল পাগলি অলকানন্দার নদীর
ধারে পাশাপাশি বসে নিঃস্তব্ধতা
পরস্পরের সান্নিধ্যে স্নিগ্ধ বাতাসে
উড়ছে তোর চুল, হাঁটুর উপরে
চিবুক, দৃষ্টি কোথায় হারিয়েছে ?
এই উদাসিন অন্য মনস্কতা তোকে
পাগলি তোকে অপরূপা সৌন্দর্যময়ী
দেখে পাগলি দুহাতে জড়িয়ে ভীষন
আদরের করতে ইচ্ছে করছে আমার
আদরের পাগলি চল দূরে কোথাও পালাই।
Sent from Samsung tablet.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment