আজও জানি না মেয়ে তোর নাম কি
থাকিস কোথায়, সে আর কোন দেশেই
তবু তোর জন্য অপেক্ষার প্রহর গুনি,
এর স্বরূপ উন্মোচন কি ভালোবাসা?
তুই আজন্ম সোহাগিনী
বাঁশিওয়ালা
সর্বনাশের মাথায় পা, হাড়ে হাড়ে
বুজে এখন বিষাদের বিষ পানে
নীলক্ন্ঠ হয়ে আছি এ বিষন্নতা।
ও মেয়ে তোর জন্য তোর জন্যেই
আজ শুভ সন্ধ্যার আকাশে
তোমরা জীবন্ত তারা
তোমাদের অনুপ্রেরণা ছাড়া
আমি থাকি তন্দ্রাহারা।
মনের কথা
শ্যামল সোম
মনের কথা মনি মুক্ত রয়েছে জমা
মনের কুঠুরিতে সংগোপনে ক্ষমা
করবেন কেন না অশ্লীলতা দায়ে
দোহাই ব্লক করে সর্বনাশ না হয়ে,
প্লীজ প্লীজ প্লীজ ডিলিট করবেন।
বীনিতা আবীরের পরকীয়া প্রেমের
সম্পর্কের এই কঠিন নিষ্ঠুর আস্বাদন
প্রেমের ফসল ক শুধুই শরীরের যৌন
ক্ষুধা নিবারণে ভয়ঙ্কর এই আপ্যায়ন।
যৌন কাতর নরনারীর রোগের কারণ ?
শুভ সন্ধ্যার আকাশে তুমি জীবন্ত তারা
তুমিই আমার অনুপ্রেরণাছাড়া তন্দ্রাহারা
বৃষ্টি চল পালাই এক্ষণ
ওরে বৃষ্টি ভেজা মন
তোর জন্যে প্রাণ কাঁদে
সারাক্ষণ পাগলী শোন
আজ রাতেই পালাই ঐ
বন জ্যোৎস্নায় আলোয়
আলোকিত নদীর ধার
গাছ গাছালির ঘণবন।
চল পাগলী পালাই
আজঘণবর্ষণে এই শীতার্ত রাতে
জড়িয়ে শুয়ে আছি তোর সাথে।
তোরনগ্ন দেহের গন্ধে আকুল মন
উড়াল পাতাল ঢেউয়ের এ গর্জন।
দুজনেই দুজনার দেহের শিহরণ
গভীর অরণ্যে পর্বতের ঝর্ণা বর্ষণ।
পদ্মিনীর শরীরে প্রেমের আমন্ত্রণ
বাড়িতে দাও তোমার হাতসে হাতে
থাকে যেন স্পর্শে ভালোবাসার
সপ্রতিভ এসে সুপ্রসন্ন গভীর প্রেম।
ভালোবেসো ওগো
আমি যে তোমার
চিরসাথী আমার
তোমার স্নিগ্ধ ভালোবাসা কাঙাল।
ভালোবাসার জন্য
" বাড়িতে দাও তোমার হাত "
হৃদয়ে এ হাত ছুঁয়ে থাক
আজীবনের স্বপ্নের সাথ।
ভালোবাসায় ভেসে আছি
শ্যামল সোম
আন্তরিকতা ও ভালোবাসার জন্য
উন্মুক্ত আমার হৃদয়ের আকাশ ,
তুমি ছিলে বাতাস।
বাতাসে সুগন্ধে অন্ধ
উড়াল পাতাল ধন্ধ।
রঙে রঙে রাঙা মন
কবে পাবো সারাক্ষণ
এরই নাম কি প্রেম,
আমি যদি জানতেম
প্রেমের এতই কষ্ট
তখনই হতাম স্পট
ব্যাথায় এত বেদনার
ছলে বলে কৌশলে
আমি এই ভ্রষ্ট হলে,
সবাই এখন সব আড়ালে
আমাকে নষ্ট মেয়ে বলে।
অভিমানীর ভালোবাসা ব্যর্থ হয়েছে
মনের উপরে খুব চাপের মন ভালো নেই
মনের মানুষ ফিরে গেছে সে যুবককে কাছেই।
শূণ্য আমার মনে হাহাকারে হৃদয়ে রক্তাক্ত
রক্ত শিরায় শিরায় বন্য প্রেম মননে উন্মুক্ত।
মনের উত্তেজনা ছড়ায় এ মনের গহীনে
মনে মত মানুষের খোঁজ পাওয়ার জন্যে।
আমার আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা
রইল আপনাদের সঙ্গে আলাপ করে বাসনা
জাগে বেঁচে থাকার ইচ্ছেটা আবার ফিরছে
দুর্যোগের রাতের শেষে সূর্যোদ্বয়ের নূতন আলো
আসছে খোলা জানালা দিয়েই ফাল্গুনের সমীরণে
প্রেমের জন্য ফুলের মত পবিত্র মন শরীর চাই,
অপবিত্রতা নষ্ট হওয়ার কারণ প্রলোভন,
তীব্র বাসনা সাধনা না করলে ভালোবাসা যায় না
আপন আপন ঈশ্বর বা ভালো মানুষকে।
No comments:
Post a Comment