Wednesday, 26 October 2016

BEWARE OF THE FAKE FRIENDS ON FACEBOOK SITE DON'T - NEVER TRUST TO FALL IN LOVE WITH FACEBOOK FRIENDS ফেসবুকে প্রেম ও ধর্ষন ফেসবুকে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এক স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন আর এক বিবাহিত যিনি নিজের সন্তানের জননীকে নির্যাতন অত্যাচার অসহ্য করেন। হিংস্রতার ফল স্বরূপ সেই লোকটির নিজের স্ত্রী বাপের বাড়িতে সন্তান নিয়ে এখন থাকেন। ফেসবুকের সেই প্রেমিকের বহু নারীর সাথে পরকীয়া। ফেসবুকের সেই বান্ধবী যিনি স্বামী পরিত্যক্তা, বিবাহের প্রতিশ্রুতি পেয়ে ছুটে যান বা সাথে ঐ ফেসবুকের হবু হাবি সঙ্গে কোলকাতা থেকে উত্তর বঙ্গে, বিবাহের প্রতিশ্রুতি ,ফলে দীর্ঘদিন ধরেই ধর্ষন, শেষে তরুনী পরিশ্রান্ত হবে পলায়ণ। প্রতিশোধ নিতে রিভলবার নিয়ে উত্তর বঙ্গ থেকে আসেন হত্যার জন্য গুলি করেন, পরে প্রতিবেশীর হাতে ধরা পড়ল। আঘাতে তরুনী হাসপাতালে, লোকটি পুলিশের জালে। সারা ভারতবর্ষের এসিড নিক্ষেপ, খুনের গণধর্ষণে পথ ধরেই সভ্যতা ফিরছে প্রস্তরযুগের বর্বর যুগে পৌঁছে যাবো।

No comments:

Post a Comment