Monday, 31 October 2016

কবিতা

বৃদ্ধের বৃষ্টি ভেজা মন

শ্যামল সোম

এই সেদিন বৃষ্টি ভেজা
গোধূলির রঙের মেলায়
দেখেই মন হারিয়ে গেলো
লালসবুজের পতাকায়
ভীষণ ভালোবেসেই জানু
খোওয়াফ দেখি তোমায়।

জনৈকা কবির কাব্য পাঠে
আমার প্রতিক্রিয়া, অসংলগ্ন
বোধ হলে মাফ করবেন।

দগ্ধ দেহে কবি

শ্যামল  সোম

" শৃঙ্খলিত নারী, কবির প্রতিবাদ
ধর্ষিতার প্রাপ্য, সকন্ঠে আর্তনাদ।"

উত্তপ্ত যৌবনে দূর থেকেই
দেখেছিলাম তোমাকেই।
ববকাট চুল এক ঝটকায়
আর চোখে তাকিয়েছিলে
হৃদ স্পন্দন আলোড়িত হলে
ভালোলেগেছিল তোমার কাব্যের
ঘ্রাণে শ্বেত  গোলাপ তোমাকেও।
তুমি সকৌতুকে মৃদু হাসি মুখে
ধরে হাত  রুদ্রের, কোলকাতার
কবিদের সাথে প্রখ্যাত লেখক
পাবলো নেরুদার জন্মদিনে এক
স্প্যানিশ কবির আগমনে উদ্বেলিত
সাহিত্য প্রেমিক প্রেমিকার প্রচন্ড ভীড়ে
কোলকাতার বই মেলার উদ্বোধনের
সত্তরের দশকের সেই দিন গোধূলির
আকাশে রঙে রাঙানো কবিতায়
হারিয়েছিল মন, সে স্মৃতি আলাপন।

No comments:

Post a Comment