যুদ্ধে কে কার পাশে ?
বকলামে - ব্লক খাওয়ার ভয়ে
ভয়ে সন্ত্রস্থ সকল সময়
কান পাতলেই শুনি অসময়ে
গোলাগুলি আওয়াজ,
বিস্ফোরণে আগুনে পুড়ছে
স্কুল গুলো স্ফুলিঙ্গ এর যেহাদ।
পৃথিবীর বিভিন্ন দেশ দেশান্তরে
নরনারীর না ওরা শরণার্থী ঢল
চলমান মিছিলে মিছিলে ক্ষুধার্তু
খাদ্য আশ্রয়ের খোঁজে সীমান্তে
সৈনিক উচিয়ে আছে ঐ বন্দুক।
ধর্মের দোহাই পারস্পরিক সম্পর্ক
বিদ্রোহী কবির কাব্য বিস্মৃত ঠিক
এই কারণেই রবীন্দ্রনাথের নোবেল
চুরির করে হয়তো কিনেছে বন্দুক।
রবীন্দ্রনাথের সভ্যতার সংকট পড়ে
দেখার সময় নেই যে যার অস্ত্রের
বাড়ায় সম্ভার রাজায় রাজায় যুদ্ধে
আম জনতার বেঘরে প্রাণ যায়।
No comments:
Post a Comment