কাব্য: বাঁশিওয়ালা
লেখক: শ্যামল সোম......................................
বিদেশী এক বাঁশিওয়ালার
বাঁশির সুরে গাঁয়ের সবাই
অাশ্চর্য, সুরের মাধুর্যে
মনের অতলে ভালোলাগার
এক চোরা স্রোত বহিছে;
বাতাসে ভাসছে সুর।
সে আনন্দে বাঁশির সুরে
গাঁয়ের ছোট ছেলে মেয়েদের
সাথে যুবক যুবতীরাও
তালে তালে পা ফেলে
ঘাগড়া ঘুড়িয়ে কোমর জড়িয়ে,
আনন্দে খুশিতে নাচছে।
দু-চার জন বুড়ো মাথা দুলিয়ে,
আমেজে চুটকী বিড়ি টানছে।
বাঁশিওয়ালার পরনে লাল কোট,
গলায় রেশমী নীল রুমাল,
ময়ূরের পালকের টুপি,
ঝুটি বাঁধা লম্বা চুল,
স্বর্নাভ গায়ের রঙ।
বাঁশিওয়ালাকে ওড়নার
আড়ালে চোখে দেখে
যুবতীদের মনে লাগছে রঙ ।
ক্লান্ত বাঁশিওয়ালার জন্য
কেউ এগিয়ে দিলো চেয়ার,
পাতিয়ালা পেগে পেয়ালা ভর্তি
এক জন দৌঁড়ে
আনলো রঙ্গিন পানীয়।
গাঁয়ের মোড়লের চোখের
ইশারায় এক জন লম্বা
একটা চুটকী বাঁশিওয়ালার
ঠোঁটে গুছে দিলো,
অন্য একজন আগুন
জ্বেলে দিতেই ধোঁওয়ায়
ঢেকে গেল মুখ।
বৃদ্ধ মোড়ল দাঁড়িতে
হাত বুলিয়ে, কেশে
গলা ঝেড়ে, বল্লে- " বহুত খুফ !
হাঁ বাহাদুরী আছে,
সুরের যাদুকর তুমি;
গাঁয়ের সব্বাইকে একে
বারে ইঁদুর নাচ নাচিয়ে ছাড়লে,
তা তোমরা কী বল?
"সমবেত জনতা
তাতঃ স্বরে সায় দিলো।
" এখন আসল কথায়
আসা যাগ, বাঁশির সুর
বাজানো শুনলাম-
তুমি বাপু বাঁশির সুর
শুনিয়ে ফুল ফোঁট পারো,
বনের হিংস্র জন্তু তোমার
বাঁশির সুর শুনে মন্ত্র মুদ্ধ
ফনা তোলা সাপের মতন
দুলে দুলে নাচে;
তা- তুমি আকাশ থেকে
বৃষ্ঠি ঝরাতে পারো ?
মিঁয়া তানসেনের
মেঘ মল্লার গেয়ে--?
শোন ওস্তাদ,
এ গ্রাম শুধু নয়,
আস পাশে অনেক গ্রামে
গত কয়েক বছর
কোন বৃষ্ঠি না হওয়ায়
খরা চলছে;
দেশে দেশে আকাল এসেছে "।
বাঁশিওয়ালা বাঁশি হাতে
নিয়ে ভাবছে-; মোড়ল
সবাইকে চোখ ঘুরিয়ে
দেখে নিয়ে," সত্যই যদি
তোমার বাঁশির সুরে যদি
নামে অঝরে বৃষ্টি,
সে বর্ষা জলে ঋতুমতি হন ভুমি;
তোমার পাকা বাড়ি
গেঁথে দেবো আমরা।
গাঁয়ের লোক জন
কোরাস " হাঁ, হাঁ হাঁ !"
" পাঁচ গাঁয়ের সেরা সুন্দরী;
ঐ তুমি যাকে পছন্দ করবে--
ধুমধাম করে শাদি হবে,
বিশাল এক ভোজ দেবো আমি"
বাঁশিওয়ালা উঠে বল্লে, " কর্তা !,
আমি ক্লান্ত !
অনেকটা পথ হেঁটে
আকালের খবর পেয়েই
চলে এসেছি,
কাল চেস্টা করবো;
এখন হুজুর যদি আজ্ঞা করেন !-"
মোড়ল আহাল্লাদে গলে
গিয়ে এক মুখ হেসে,
নিশ্চয়ই - " ওরে কে আছিস ",
মোড়লে রূপবতী নাতনী
চোখে বিদ্যূত হেনে
বিদেশী বাঁশিওয়ালার
হাত ধরে, " দাদু এঁকে
আমাদের বাসায় নিয়ে গেলাম "।
বাঁশিওয়ালা গভীর রাতে
বাঁশিতে বাজচ্ছেন মেঘ মল্লার
সুরের মূর্ছনায়
আকাশে কবিতা !
ঝমছে কালো মেঘ
পৃথিবী কাঁপিয়ে উঠল
ঝড়ের তান্ডব ভয়ঙ্কর
মেঘের ডাকে সবাই
ঘুম গেলো ভেঙ্গে;
ছুটে ঘরের বাহিরে
এসে দেখলো আকাশ
ভেঙ্গে অঝরে ঝরছে বৃষ্ঠি;
থৈ থৈ করছে জল,
জলে জলে জলাকার চারিদিক,
বৃষ্ঠির জলে ভিজে নাচছে
ময়নাবতী, মোড়লের বড়
আদরের নাতনী,
বাঁশিওয়ালার বাঁশির সুরে সুরে।
ঐ বৃষ্ঠিতে গাছের ডালের
আড়ালে ঝুলছে
আকাশে মরাচাঁদ-----।
No comments:
Post a Comment