মায়ার বন্ধন এ মনে পড়ে তোমায়
শ্যামল সোম
অভিমানীর অভিমান না
অসামান্য অনুযোগ নয়।
দৈনন্দিন অভ্যাসের যন্ত্রণা
সহ্য করার মানসিকতায়
ক্লান্ত মন, অশ্রু সজল নয়নে
বিষন্নতায় অবসাদে অপরাহ্ন
কাজের ফাঁকে বা বিনিদ্র রাত্রে
একাকি শয্যায় মনে পড়ে তোমায় এ।
মনামী এক বর্ষণ মুখরিত গোধূলির
রঙে নানা রঙে রাঙানো আকাশের
তলায় কর্ণফুলী নদীর বহমান স্রোতে
দুজনে নির্জনে দ্বৈত ক্রন্দন, প্রেমের
গান, " আমারও পরাণ যাহা চায় ---"।
সীমাবদ্ধতার সীমান্ত পেরিয়ে কোনদিনই
আর পৌঁছনোর স্বপ্ন পূরণ হবে না।
তুমি রয়ে যাবে " দূর দ্বীপ বাসিনী "
তৃষ্ণার্ত মনে কেন বারবার মনে পড়ে
তোমাকেই চাই, রক্তিম সূর্যোদ্বয়ের
ভোরে আজ মানস নেত্রে দেখি শ্বেত
শুভ্র বসনে দাঁড়িয়ে আছো উড়ছে চুল
বাতাসে এলোমেলো আঁচল, চোখে জল।
মনে পড়ে তোমায় এ, বিদায় হে আমার
প্রেম -- হৃদয়ে রক্ত ক্ষরণ এ কি আত্মহনন ?
No comments:
Post a Comment