সকাল থেকেই মন নেইতো মনে
সকল কাজেই খেই হারিয়েছিল
সব ব্যাপারেই কেমন যেন উদাসীন।
ভোর হতেই প্রাত ভ্রমণে বেড়িয়েছি
উদ্যানের শিশির ভেজা ঘাসে বিন্দু
বিন্দু হীরক কণা জ্বলজ্বল করছে
দেখে মনে হলো কি আশ্চর্য কেটেছে
বেলা এই জীবনের গোধূলির লগ্নে
ভোরের সূর্যোদ্বয়ের রাঙা আকাশে
দিকে তাকিয়ে ভাবি কোন সে শৈশবে
সোমেশ্বরী নদীর দাদুর উৎসুক চোখে।
কোথায় হারিয়ে গেলো আমার বুড়ো মন
এ বাংলার বিভিন্ন জেলার খুঁজি বীরভূমের
অজয় নদীর ধারে কেঁনদুলি মেলায়
বাউলের পৌষমেলায় শান্তি নিকেতনে।
পুরুলিয়ার শবরদের সাঁওতাল নৃত্যে তালে
তালে পা ফেলে ফেলে খুব সাবধানেই
খুঁজছি আমার সেই হারিয়ে যাওয়া মন।
এই মেয়ে তুই কি চুরি করেছিস আমার
মন, কেড়ে নিয়ে লুকোচুরি খেলছিস
ধন্যি মেয়ে বটে নিশ্চয়ই তুই নেত্রকোনার
ও মেয়ে দে তুই দোহাই তোর ফিরিয়ে
দে মা, মাফ করে দে আর কক্ষচ্যুত
হবো না রে "মন তুই ফেলে এসেছিস
মন মনরে আমার," আর গাইবো না।
Friday, 18 November 2016
হারিয়ে গেছে মন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment