সুস্বাগতম
" শেকড়ের সন্ধানে "
আত্মজীবনী বিতর্ক
মূলক লেখা তথ্য
সংগ্রহ ইতিহাসের
পাতা থেকেই তত্ত্ব
নির্ভর করেই এ লেখা।
শেকড়ের সন্ধানে
শ্যামল সোম
অখন্ড ভারতবর্ষের
এই স্বপ্ন দেখার
অপরাধের নির্বাসিত
জেলখানা থেকে লেখা,
না এ পাপের প্রায়শ্চিত
নয় সত্য উন্মোচন।
স্বাগতম সুপ্রভাতে
সূর্যোদ্বয়ের নূতন ভোরে
দিসনে সময় ভয়াবহ
নিদারুন ঐ অন্ধকারে,
মনের অন্তরালে গোপন
ব্যথার দুখের ঝঙ্কারে।
জমাট বাঁধা রক্তের
অক্ষরে লিখছি এখন
আমি ময়মনসিংহ এর
মুক্তা গাছা ফুলপুর
গ্রামের স্মৃতি আমার
ফেলে শৈশব কৈশোর,
শেকড়ের সন্ধানে
বজ্র ধ্বনি ছাউনি
প্রকাশিত কী করা
হচ্ছে ক্রমান্বয়ে?
No comments:
Post a Comment