ভালোবেসে
ভালোবাসায় আছি
শ্যামল সোম
মনামী তোমার
খুব কাছাকাছি
তোমার দেহের
গন্ধে মাতাল হয়ে
ফিরে যাচ্ছি পাগলী
তখনই তুই ঝাঁপিয়ে
পড়লি হিংস্র বাঘিনী।
কালের স্রোতে সে
তোরভালোবাসা হারিয়ে
যায় জন্য ভালোবাসায়।
নেপথ্যে সানাই সুর
ভেসে আসে বিবাহের
আসরে সেই বেদনার
সুরের মূর্ছনায়
হৃদয়ের মাঝারে
অহরহ আজও
বাজে, সানাই এ
বেহাগের বেসুর।
তোর বধুবরণের
পরণে লাল বেনারসী
সিঁথিরসিঁদুর অবরুদ্ধ
কন্ঠে রাঙাঠোঁট নড়ে।
দূরথেকে দেখেছিলাম
তোকে কনে দেখা আহা
গোধূলির রঙ মেলায়
আকাশে ওড়ে চিল
বড় সুখানুভূতির মিল।
বউ আশা, দ্রুত এসে
কোমরেবাঁধা গামছা
খোলা চুল, দুমদাম
ফেরে চায়ের কাপ,
টকাস করে রেখে
ঘাটে বসে কাঁদছে,
রবি প্রসাদ আমি
বিমূঢ়, উদাসীন
প্রথম প্রেম কখন
ফেরে না আবার।
বিবাহের বন্ধন শৃঙ্খল
আজ এই বিবাহ বিভ্রাট।
জীবনের ঝড় ঝাপটায়
ভাঙা ডালপালা
মেলে উড়ে গেছে
তাদের দাম্পত্য
আগুনের পাখী।
বাঘিনী মতো
ছিঁড়ে ছিঁড়ে
খেয়ে ফেল
আমাকে শুধু
হৃদয় টা
বাদে দিয়ে এ
হৃদয়ে প্রেম ঝিনুক
জমা আছে
আছে মনের অতল
সমুদ্রের জলে।
No comments:
Post a Comment