চলে যেতে হবে
কেন যাবো মায়া
আচ্ছন্ন সব ছায়া
ময়ী নারীর প্রেম
ভালোবাসার হেম।
দেহের ঘ্রাণ নদী
স্রোতে ভেসে যদি
চলে যাই নিশব্দে
সকল বাঁধন রবে
জীর্ণ পাতার ঝরে।
কবে চলে যেতে হবে
অজানা সকল সাধন
শেষ হওয়ার আগে।
সম্পর্কের ইতি টেনে
হঠাৎই স্তব্ধ এ প্রাণে।
ছেদ হবে শ্বাস প্রশ্বাস
বাসনার শেষ নিশ্বাস।
বাঁচিবার কত শত সাধ
ফেলে রেখে সব আহ্লাদ।
মৃত্যুর দূত দাঁড়িয়ে দ্বারে
নিশ্চয়ই ফিরবো আবার
মানুষের এই ভালোবাসার
জন্য উন্মুক্ত রবে এ হৃদয়।
কেন যাবো মায়া
আচ্ছন্ন সব ছায়া
ময়ী নারীর প্রেম
ভালোবাসার হেম।
দেহের ঘ্রাণ নদী
স্রোতে ভেসে যদি
চলে যাই নিশব্দে
সকল বাঁধন রবে
জীর্ণ পাতার ঝরে।
কবে চলে যেতে হবে
অজানা সকল সাধন
শেষ হওয়ার আগে।
সম্পর্কের ইতি টেনে
হঠাৎই স্তব্ধ এ প্রাণে।
ছেদ হবে শ্বাস প্রশ্বাস
বাসনার শেষ নিশ্বাস।
বাঁচিবার কত শত সাধ
ফেলে রেখে সব আহ্লাদ।
মৃত্যুর দূত দাঁড়িয়ে দ্বারে
নিশ্চয়ই ফিরবো আবার
মানুষের এই ভালোবাসার
জন্য উন্মুক্ত রবে এ হৃদয়।
No comments:
Post a Comment