Sunday, 6 November 2016

বাউলের গান

গদ্যকবিতা---বাউল মন।         নিবেদিতা রায়।           ৬.১১.১৬          

**********এক তারাতে মন বেঁধেছি,       

বাউল সুরে উঠবে তান।
উদাসি হাওয়া পাগল পারা     
মনের মাঝে বাউল গান। 
উদাস আজি ব্যাকুল তানে    
মন চেয়েছে হারিয়ে যেতে,
হারিয়ে আজ যত খেয়াল     
ঘুরবো আজি পথের মাঝে 
ধূলার সাথে-মাটির কাছে,  
আকাশপানে-ভোরের মাঝে।
দিনের আলো নিভে এলে
জ্বালবো আমার
প্রদীপ খানি  ব্যাথা
আমার জ্বলবে তখন
সন্ধ্যা দীপের সলতে হয়ে।
মৃদু আলোয় পুড়বে মন,   
উড়বে ব্যাথা উদ্ধ  লোকে
বাউল সুরের উদাস টানে।
একতারাতে বিবাগি মন,
ঘর ছেরেছে পথের টানে
কবে কখন হারিয়ে যাবে
পথের বাঁকে অন্ধকারে।
অন্ধমন হাতরে মরেকে
আছে আমার আপন জন?
চলার পথে, নিঝুম রাতে
কিম্বা কোন রাজপথে পাবো
কি তারে দেখতে আমি
শেষ বিদায়ের ক্ষণটিতে?
দুটি তারে মন বেধেছি
শিথিল বড় বাধন ডোর,
কবে কখন টুটবে গেরো
উড়বে পাখি মৃত্যুলোকে
অচিন পাখি অচিন
দেশে  হারিয়ে যাবে
আমায় নিয়ে  ব্যাথা
আমার ফুরিয়ে যাবে
উড়বে না আর ধুম্রহোয়ে।
কুণ্ডলিত সকল স্মৃতি রেখে
গেলাম লেখার মাঝে।
পড়লে মনে পড়েনিও----
বাউল মনের ভাবনা ভেবে,
কিম্বা উদাস কোন স্মৃতি ভেবে।            

No comments:

Post a Comment