Tuesday, 22 November 2016

পাগলীরে মন চায়

বিভাগ- কবিতা

পাগলীরে মন চায়

বাঁশিওয়ালা  শ্যামল সোম

আমার এ ফেরারী মন
স্বপ্না তোকেই খোঁজে
সারাক্ষণ, ক্ষণিকের
দেখা এত ভালোলাগা
তৃষ্ণার্ত চোখ অপলক
মনের মুকুরে তোর মুখ।
যদিও ভীষণ অসুখ এখন
তুই সুখে আছিস যখন
শুনবো এ পৃথিবী ছেড়ে
চলে যেতে কোন ক্ষোভ
রবে না, তাই আক্ষেপ
নিয়েই না গেলে হবে না
তোর সঙ্গে দেখা হলো না।
আকাঙ্ক্ষিত ভালোবাসার
ছিলো না তো ছলনা, বন্যা
ভাসিয়ে নিয়ে দূরে যাস না।
কাব্যিক মন তোর কাব্যের
মায়াজালে জড়িয়ে আমাকে
দুই বাহু ডোরে বন্দি করো না।
" পৃথিবীর  আমারে  চায়
রেখো না বেঁধে আমায়
ছেড়ে দাও ছেলে দাও প্রিয়া।

No comments:

Post a Comment