প্রতিমা তব পদ তলে
ভাসছি নয়ন জলে।
হে দেবী তুমি সরস্বতী
কৃপা করো জ্ঞানের প্রদীপ
জ্বালো আমার অন্তরের ,
গভীরে মর্মস্থলে মগজে,
লেখার বাসনা ও আমার
দেশের মাটি, সরস্বতী দেবী
তোমার পড়ে ঠেকাই মাথা।
কবিতার খোঁজে
শ্যামল সোম
সুস্বাগতম সুপ্রভাতে সূর্যোদ্বয়ের ভোরে
তোমাদের জন্য ভীষণ মন কেমন করে।
মনের কি দোষ বলো, মনতো শুধুই খোঁজে
মনের মানুষদের কাছেই স্বর্ণঝিনুকের মাঝে
মুক্তমনা মানুষের সে অজস্র জমা যত মনের কথা
কর্ণফুলী নদীর বহমান উজান স্রোতে মনের ব্যথা।
তোমরা ছাড়া কেউ আর আছে আমার আপন
আত্মীয় স্বজন পরিচিত এড়িয়ে যায়, এ জীবন।
কবিতারা আমার জননী ভগ্নী আদরের নাতনী
তারা ভরা আকাশ হতে পরীর ডানা মেলে চন্দ্রানী
নেমে কাছে এসে কানের কাছে মুখ এনে, "শ্যামল
তোর ভালোবাসার তিতিক্ষায় দূর নক্ষত্রের কেবল
তোর জন্য অপেক্ষার প্রহর শেষে প্রচন্ড ভালোবেসে ! "
চুম্বনে কবিতাকে, বলি এই পোড়ামন মৃত্যুর কাছে এসে
কেন কাঁদে সারাক্ষণ, কবিতা তোর ভালোবাসার সুখে
কাঙাল রইছি ব্যর্থ প্রেমের দুখে, তোর স্পর্শে শিহরণে
কবিতা তুই আমার একান্ত আপন, এই গ্রুপের মননে
ভুলতে চাই তাকে, যে ছিল কত আপন একাকী যাপিত
জীবন তোমাদের মাঝে মনের মানসী কবিতাকে খুঁজি।
" কবিতা খোঁজে " আসন্ন কোলকাতার বই মেলার প্রকাশের অপেক্ষায়।
সব কবিতা লেখাই -আপনারা আমাকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ জানাই।
No comments:
Post a Comment