Sunday, 6 November 2016

আকাশ কুসুম বৃষ্টি ভেজা গোধূলির রঙে

বৃষ্টি ভেজা গোধূলির রঙ,
এ ভালোবাসার  রঙে
রাঙানো মনের  অতলে
তোমারকে  খুঁজি সারাক্ষণ
ভালোবাসায় এ বৃদ্ধের মন।

বাঁশিওয়ালা

ভালোবেসে অবিশ্বাস্য
হলেও সত্যি
তোমাকে ভেবে
ভেবেই বিনিদ্র রাত্রি,
যাপনে মৃত্যুর দিকে
এই সে মানসীর জন্য কেঁদে
কেঁদে শ্মশানে এসে অসামান্যাকে
এ বৃদ্ধের অন্তিম উপহার
এ কবিতা  আমার প্রেমের ইস্তাহার।

আকাশ কুসুম স্বপ্ন

শ্যামল  সোম

শৈশবের স্বপ্নে কনৌজের
রাজকন্যা তিনি
পাহাড়ের চূড়ায়
নীলগিরি প্রাসাদে বন্দিনী,
নীলাঞ্জনার  উদ্ধারে
কালো আরবী ঘোড়ায়
সওয়ারী  মন টগটগ
ছুটেছিলাম খোওয়াফে।
শৈশবের অপূর্ণ স্বপন
আজও  এ বৃদ্ধের মন
স্বপ্ন  পূরণে বাঙ্ময়
বাল্যপ্রেম স্পর্শে শিহরণ।
রাজকন্যা নীলাঞ্জনা
বিভোর তোমার প্রেমের
ব্যর্থতার এ ব্যথায় 
বাঙ্ময় হৃদয়ে রক্ত ক্ষরণে
শিশিরের শব্দের
স্পন্দন আলোড়িত  এ মন।

তোমার প্রশ্নের সম্মুখীন
হয়ে মনের পাখা মেলে উড়ছি
উড়তে উড়তে মিলিয়ে
যাওয়ার আগে বলে
যাই মনে মনে ---
-- গোপনে, কেউ না
জানে প্লীজ-
-" সীমাবদ্ধতার
সীমান্ত পেড়িয়ে
নীলাঞ্জনা তোমাকে
ভীষণ ভীষণ  ভালোবাসি !
" বিনিদ্র রাত্রি,
যাপনে মৃত্যুর
দিকে এগিয়ে যাচ্ছি;
তুমি জানো,
আর জানেন অন্তর্যামী।
ঠিক তাই সে
মানসীর জন্য কেঁদে
কেঁদে ফেরে
এ মনের শঙ্খচিল।

No comments:

Post a Comment