আমার এক মাত্র অপরাধ অখন্ড ভারতবর্ষের
স্বপ্ন দেখে ছিলাম আমি, কোলকাতার শহীদ
মিনারের তলে, দিল্লীর অমর জ্যোতি সামনে
মুম্বাই গেট অফ ইন্ডিয়ার প্রাঙ্গণে কাশ্মীরের
পহেলগাঁও লিডার নদীর পাশে, উত্তরাখণ্ড এর
কর্ণ প্রয়াগ অলকানন্দা ও মন্দাকিনী সঙ্গম
স্বর্ণ মন্দিরে, ফতেপুর সিক্রী, ইমাবাড়া, পুরীর
সমুদ্রের সৈকতে,
পাকিস্তানে রাউলপিণ্ডি , পাঞ্জাব, করাই, লাহোরে
শালিখের গার্ডেন এ
বাংলাদেশের ঢাকার ভাষা শহীদ মিনারে,কবির
নজরুল ইসলাম এর স্মরণে সৌধ এর সামনে।
শান্তি নিকেতন, গান্ধীজীর সমরমোতি আশ্রমে
জনে জনে ডেকে বলে ছিলাম অখন্ড ভারতবর্ষে
তিন রাষ্ট্র ইউরোপের বিভিন্ন দেশে নিজস্ব তাঁর
সার্বভৌমিক অধিকার বলাই রেখেও কেন এক
বিশাল শক্তিশালি আবার অখন্ড সার্বভৌম রাষ্ট্রের
স্বপ্নদেখার অপরাধে এখন আন্দামানের সেলুলার
জেলে, লোহার শেকল হাত পা বেঁধে শৃঙ্খলিত আজ
নির্জন সেলে একাকী আলো আঁধারে সাত বাই পাঁচ
ঘরে ভয়ংকর এক উন্মাদ কয়েদী মৃত্যুদন্ড কার্যকর
হতে দেরী হচ্ছে তিন দেশের ভালো মানুষের সর্বোচ্চ
জনতা দ্বারস্থ আদালতে আমার মুক্তির জন্য যুদ্ধ না
শুরু হয়, সেদিকে সতর্কতার সাথে আয়োজন চলছে।
মৃত্যুর আক্রমনের পূর্বের অখন্ড ভারতবর্ষের স্বপ্ন
দেখুন,নতুবা আরো পাঁচশো বছরের সন্ত্রস্থ জীবন যাপন করুন।
Thursday, 10 November 2016
স্বদেশে নির্বাসিত আমি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment