বন্ধুত্বের সম্পর্ক প্রেম --- শ্যামল সোম
এ প্রেম অমলিন পবিত্র পদ্মের মতন
বিশ্বজনীন জননীর পদ তলে অর্পণ
কেউ অবিশ্বাস্য বলে অট্টহাসি হেসে
এ তো সেই সোনার পাথরবাটি কাব্যে।
শস্য শ্যামলা দেশে এই বাংলাদেশকে
ষাট বছরের ভালোবাসার স্পন্দন এই
প্রাণে স্বপ্নীল সোপান বেয়ে এ পথ চলা
পরস্পরের হাতে হাত, সম্মুখে সংঘাত
বিশ্ব শান্তির অগ্রদূত কবিতা প্রেমিক
প্রেমিকার প্রচন্ড ক্রোধ প্রতিরোধের
প্রাচীরের ঢেউ সমুদ্রে এই জনযুদ্ধের
সৈনিক এ আমাদেরই শ্বেত অঙ্গীকার।
পৃথিবীর বিভিন্ন দেশ দেশান্তরের অন্যায়
অত্যাচার নির্যাতন নিপীড়ন নিরন্তর অসহ্য
মানবিকতার পরাজয় আত্মগ্লানি অসম্মান
বিরুদ্ধেই আমাদের সংগ্রামে বন্ধুত্বের হাত
ধরেই এ জীবনের চলার পথে সাথীদের
সাথে চলমান স্রোতে সমবেত সঙ্গীত
" পথে এবার নাম সাথী পথেই হবে পথ চেনা।
চলতে চলতে কখন কী ভাবে পিছিয়েছে পড়ি
আমি,পরিশ্রান্ত গাছের শীতল ছায়ায়,
সুমিষ্ট স্বর শোনা গেল - " ওগো ক্লান্ত
পথিক তুমি কী তৃষ্ণার্ত?
কৃষ্ণচূড়া গাছের আড়াল দাঁড়িয়েছিলে
এই তো সে এই গ্রুপের সদস্যাদের এক বন্ধু ।
No comments:
Post a Comment